Advertisement
Advertisement

Breaking News

Kareena Kapoor

বাদশার পরে এবার নবাবি কানেকশন, কলকাতার দল কিনলেন করিনা

নতুন দল নিয়ে জেতার অঙ্গীকার করিনার।

Kareena Kapoor is the owner of Kolkata team in ISPL । Sangbad Pratidin

কেকেআর মালিক শাহরুখ। এবার কলকাতার সঙ্গে জুড়ল করিনার নাম। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 3, 2024 5:01 pm
  • Updated:January 3, 2024 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। এবার কলকাতার সঙ্গে নবাবি যোগ। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে (Indian Street Premier League) কলকাতার দলের মালকিন হলেন করিনা কাপুর (Kareena Kapoor)। 
নতুন দল নিয়ে জেতার অঙ্গীকার করলেন সইফ-ঘরনি করিনা। সোশাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী লিখলেন, ”ক্রিকেট আমাদের ভালোবাসা। পরিবারের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক অটুট। সেই পরম্পরা চলছে। তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ। এই অভিজ্ঞতার অংশ হতে পেরে আমরা খুশি।” করিনা অবশ্য তাঁর দলের নাম এখনও ঘোষণা করেননি।

 

Advertisement

[আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, ভাইরাল আংটি বদলের ভিডিও]

১৫ বছর পেরিয়ে গেলেও আইপিএলের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তাই আরও বেশি করে ছোট ফরম্যাটে মন দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ধাঁচেই ক্রিকেট আর বিনোদুনিয়াকে মিলিয়ে জমজমাট এই টি-১০ লিগ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। এই টুর্নামেন্টের সঙ্গে জুড়ে গিয়েছে অমিতাভ বচ্চনের নাম। এবার খবর এল, করিনা কাপুর কলকাতার দল কিনলেন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

[আরও পড়ুন: ‘আব কি বার ৪০০ পার’, লোকসভায় নয়া স্লোগান বিজেপির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement