সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশি অর্থ হাতে এলে অহংকার আসে। তখন মনে হয় অন্যদের থেকে কোনও কিছুই আর জানার নেই। ভারতীয় ক্রিকেটের বর্তমান তারকাদের তোপ দেগে এই কথা বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। শনিবারই ওয়েস্ট ইন্ডিজের কাছে দুরমুশ হয়েছে ভারতের ব্যাটিং লাইন আপ। তারপরেই ক্রিকেটারদের কাঠগড়ায় তুলেছেন ভারতীয় কিংবদন্তি। তাঁর মতে, বর্তমান ক্রিকেটাররা খুবই আত্মবিশ্বাসী। কিন্তু সেই আত্মবিশ্বাসে ভর করে নিজেদের ভুলগুলো ধরতে পারেন না।
দিন কয়েক আগেই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলেছিলেন, টেকনিকে একাধিক গলদ থাকা সত্ত্বেও তাঁর কাছে পরামর্শ নিতে আসেন না বর্তমান ক্রিকেটাররা। তার কারণ, ক্রিকেটারদের মধ্যে প্রবল অহংবোধ তৈরি হয়েছে। অতীতে বীরেন্দ্র শেহওয়াগ-সহ প্রচুর ক্রিকেটারকে সাহায্য করেছেন লিটল মাস্টার। কিন্তু বর্তমান তারকাদের কেউই তাঁর কাছে সাহায্য চাইতে আসেন না বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন গাভাসকর।
লিটল মাস্টারের সেই কথার রেশ টেনেই ক্রিকেটারদের তোপ দেগেছেন হরিয়ানা হ্যারিকেন। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর তিনি বলেন, “এখনকার ক্রিকেটাররা সকলেই খুব আত্মবিশ্বাসী, সেটা খুবই ভাল বিষয়। কিন্তু ওরা মনে করা ওদের সবকিছুই জানা আছে। নিজেকে যে আরও উন্নত করা যায় সেটা ওরা বোঝে না। যেহেতু ওরা খুব আত্মবিশ্বাসী তাই কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না।”
গাভাসকরের প্রসঙ্গ টেনে কপিল বলেন, “আমার মনে হয় প্রচুর ক্রিকেটারেরই পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। যখন সুনীল গাভাসকর রয়েছেন, তাহলে কথা বলছে না কেন? এত ইগো কেন? কারণ ক্রিকেটাররা মনে করে ‘আমরা যথেষ্ট ভাল।’ কিন্তু ৫০ বছর ধরে যিনি ক্রিকেট দেখছেন, তাঁর কথা শুনলেও উন্নতি হতে পারে। আসলে হাতে প্রচুর টাকা আসলে অহংকার তৈরি হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.