স্টাফ রিপোর্টার: শেষবার আইসিসি (ICC) ট্রফি ঘরে এসেছিল ২০১৩-তে। বিলেতের বুকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর নয় বছর পার, আইসিসি-র ইভেন্ট মানে এখন শুধুই ব্যর্থতা ভারতের জন্য। ব্যর্থতার সেই চেনা ছবি এবার বদলে দিতে মরিয়া ‘টিম ইন্ডিয়া’। কিন্তু কপিল দেবের মতো প্রাক্তন অধিনায়ককে খুব একটা আশাবাদী শোনাচ্ছে না। অধিনায়ক রোহিতও বলছেন, ভারতকে বিশ্বকাপ জিততে হলে অনেক কিছু ঠিকঠাক করতে হবে।
এক অনুষ্ঠানে কপিল (Kapil Dev) বলে দেন, ভারতের এবার বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তিরিশ শতাংশ। তিনি বলেছেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে যখন-তখন যা খুশি হতে পারে। কোনও টিম একটা ম্যাচ জিতল, আবার সেই টিমই পরের ম্যাচ হেরে যেতে পারে। তাই ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ঠিক কতটা রয়েছে, সেটা বলা প্রচণ্ড মুশকিল। ইস্যুটা হল, ওরা কি শেষ চারে যেতে পারবে? আমাকে যদি এই প্রশ্ন করেন, তাহলে বলব ভারতের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তিরিশ শতাংশ।’’ ভারতীয় ব্যাটিং লাইন আপ অবশ্য বেশ শক্তিশালী। রোহিত-বিরাট, কেএল রাহুলদের সঙ্গে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রয়েছেন টপ অর্ডারে। সূর্য বিধ্বংসী ফর্মেও রয়েছেন। কপিল তা স্বীকারও করে নিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘রোহিত, বিরাট, কেএলদের সঙ্গে সূর্যর মতো ব্যাটার টিমে থাকায় ভারতের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী।’’
দলের বিশ্বকাপ জেতার ব্যাপারে অধিনায়ক রোহিত শর্মাও বিরাট আত্মবিশ্বাসী তেমন মনে হল না। বরং তিনি শুধু সবকিছু ঠিকঠাক হওয়ার আশায় আছেন। বিসিসিআই (BCCI) টিভি-তে ভারত অধিনায়ক বলেছেন, “দীর্ঘদিন হল আমরা শেষবার বিশ্বকাপ জিতেছি। তবে এবার মাঠে যদি দলের প্রত্যেকে ঠান্ডা মাথায় নিজেদের ভূমিকা পালন করতে পারে, তাহলে আমরা যে রেজাল্ট চাইছি, তা পাব।” অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জয় ছাড়া যে অন্য কিছু ভাবছেন না তা রোহিতের কথাতেই পরিষ্কার। তবে ধাপে ধাপে সেই লক্ষ্যে পৌঁছোতে চান তিনি। হিটম্যানের কথায়, ‘‘বিশ্বকাপ জিততে গেলে অনেক ব্যাপার আছে, যা আমাদের মাঠে ঠিকঠাকভাবে পালন করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনাল কিংবা সেমিফাইনাল নয়, সামনের প্রথম ধাপ নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।’’
অধিনায়ক হিসেবে রোহিতের (Rohit Sharma) এটাই প্রথম আইসিসি টুর্নামেন্ট। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। বিশ্বকাপে ব্যাট হাতে নিজের দায়িত্ব পালনেও বদ্ধপরিকর ভারত অধিনায়ক। দলকে নিয়ে আশাবাদী রোহিত বলেছেন, ‘‘প্রথমবার ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দেব। এটা আমার কাছে স্পেশ্যাল মুহূর্ত। আমাদের বিশ্বকাপ প্রস্তুতিও দারুণ হয়েছে। এখানে আসার আগে ঘরের মাঠে আমরা দু’টো সিরিজ জিতেছি। তবে অস্ট্রেলিয়ায় খেলার চ্যালেঞ্জটা অন্যরকম। তারজন্য আগেই আমরা এখানে চলে এসেছি।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.