Advertisement
Advertisement

Breaking News

Kane Williamson

সেঞ্চুরি হাঁকিয়ে নয়া কীর্তি, ব্র্যাডম্যান-বিরাটকে ছুঁলেন কেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেটে ৪১তম সেঞ্চুরি কেন উইলিয়ামসনের।

Kane Williamson hits century, equals record with Virat Kohli and Don Bradman | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 30, 2023 12:45 pm
  • Updated:November 30, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। পাশাপাশি বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গেও একাসনে বসে পড়লেন কিউয়ি ব্যাটার। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার পরেই নয়া নজির গড়লেন উইলিয়ামসন। বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট। তবে শক্তিশালী নিউজিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে বাংলাদেশ।

সিলেটে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুদিন ব্যাট করে ৩১০ রানে অলআউট হয়ে যায় টাইগার ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় কিউয়ি ব্যাটিং লাইন আপ। দলের কোনও ব্যাটারই ৫০ রানের গণ্ডি পেরতে পারেননি। তবে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ক্রিজ কামড়ে পড়েছিলেন কেন উইলিয়ামসন। অপর প্রান্তে পরপর উইকেট পড়লেও স্কোরবোর্ড সচল রাখার কাজ করেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: অপ্রাপ্তির শূন্যতা! ফাইনালে হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত-বিরাট]

দ্বিতীয় দিনের শেষ লগ্নে এসে সেঞ্চুরি হাঁকান উইলিয়ামসন। আন্তর্জাতিক কেরিয়ারে এটি তাঁর ৪১তম শতরান। এই সেঞ্চুরি হাঁকিয়েই টেস্ট ক্রিকেটে নজির ছুঁলেন তিনি। বিরাট কোহলি ও ডন ব্র্যাডম্যানের সমসংখ্যক টেস্ট সেঞ্চুরি রয়েছে উইলিয়ামসনের খাতায়। টেস্টে সবচেয়ে বেশি শতরান করার নিরিখেও দ্বিতীয় স্থানে উঠে এলেন কিউয়ি ব্যাটার। তবে সেঞ্চুরির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।

ম্যাচের তৃতীয় দিন সকালেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ রানের লিড পেয়েছে কিউয়িরা। লাঞ্চের পর থেকে অবশ্য দাপট দেখাতে শুরু করেছেন নিউজিল্যান্ড বোলাররা। ইতিমধ্যেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আপাতত টাইগারদের স্কোর ৬২।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিটম্যান? ‘মিশন রোহিত’-এ নামছে বিসিসিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement