Advertisement
Advertisement

Breaking News

Kane Williamson

কোহলিকে টপকে কোন ‘বিরাট’ রেকর্ডের মালিক হলেন কেন উইলিয়ামসন?

বাইশ গজে উইলিয়ামসনের নতুন নজির।

Kane Williamson hits 30th Test century to surpass Virat Kohli and Sir Don Bradman। Sangbad Pratidin

টেস্টে ৩০তম শতরানের পর ব্যাট দেখাচ্ছেন কেন উইলিয়ামসন। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 4, 2024 4:40 pm
  • Updated:February 4, 2024 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে আইসিসি (ICC Test Ranking) টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। কেন তিনি আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় সবার উপরে রয়েছেন, তার প্রমাণ দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি করলেন। টেস্ট কেরিয়ারের ৩০তম শতরান করলেন কিউই অধিনায়ক। এই টেস্ট সেঞ্চুরির সুবাদে কিউয়ি তারকা উইলিয়ামসন টপকে গিয়েছেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (Don Bradman) এবং বিরাট কোহলিকে (Virat Kohli)।

৩৩ বছর বয়সী কেন উইলিয়ামসন টেস্ট কেরিয়ারের ৩০তম শতরানে পৌঁছতে নেন ২৪১টি বল। ব্র্যাডম্যান এবং বিরাটের রয়েছে ২৯টি করে শতরান। দেশের মাটিতে এই নিয়ে ১৭টি সেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন। কেরিয়ারের ৯৭তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৩০তম শতরান করলেন কিউয়ি সুপারস্টার কেন। এর আগে ৯৬টি টেস্টে উইলিয়ামসন করেছিলেন ৮২৬৩ রান।

Advertisement

[আরও পড়ুন: দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়! ঘরের মাঠে মুম্বইয়ের কাছে লজ্জার হার, নকআউট থেকে দূরে সরছে বাংলা]

বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোর বলে পরিচিত বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুট। টেস্টে এই ফ্যাব ফোরের মধ্যে সেঞ্চুরির দিক থেকে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। তিনি টেস্টে ৩২টি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট এবং কেন উইলিয়ামসনের টেস্ট শতরান রয়েছে ৩০টি করে। আর বিরাটের নামে রয়েছে ২৯টি টেস্ট শতরান।

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক নীল ব্র্যান্ড। প্রথম দিনের শেষে স্কোরবোর্ডে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে নিউজিল্যান্ড। ১১২ রানে অপরাজিত রয়েছেন কেন। এবং ১১৮ রানে অপরাজিত রয়েছেন রাচীন রবীন্দ্র। তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্র অবিচ্ছেদ্য ২১৯ রানের জুটি গড়েছেন।

[আরও পড়ুন: অষ্টম বিবাহবার্ষিকীতে প্রথমবার হিজাব ছাড়া দেখা মিলল ইরফানের স্ত্রীর, মুহূর্তে ভাইরাল ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement