Advertisement
Advertisement
Kamindu Mendis

১৪৭ বছরে প্রথমবার, টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া নজির গড়লেন শ্রীলঙ্কার অলরাউন্ডার

নজির গড়া পারফরম্যান্সের দাপটে টেস্ট হারের মুখে বাংলাদেশ।

Kamindu Mendis achieved historic feat in 147 years of test cricket
Published by: Anwesha Adhikary
  • Posted:March 24, 2024 9:19 pm
  • Updated:March 24, 2024 9:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথমবার। সাত নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে একমাত্র ব্যাটার হিসাবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন কামিন্দু মেন্ডিস। রবিবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Sri Lanka vs Bangladesh) ম্যাচে এই নজির গড়লেন দ্বীপরাষ্ট্রের অলরাউন্ডার।

দুই টেস্টের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে গিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার থেকে সিলেটে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। ব্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কার ব্যাটিং লাইন আপ। সেই সময়ে উদ্ধারকর্তা হয়ে ওঠেন ধনঞ্জয় ডি সিলভা। ১০২ রান করেন তিনি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ১০২ রানের দুরন্ত ইনিংস খেলেন কামিন্দুও (Kamindu Mendis)। জোড়া সেঞ্চুরিতে ভর করে ২৮০তে শেষ হয় লঙ্কার ইনিংস। জবাবে ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Advertisement

[আরও পড়ুন: দ্বিগুণ বেতন পাবেন রনজি ক্রিকেটাররা, বড় ঘোষণা এই ক্রিকেট সংস্থার]

দ্বিতীয় ইনিংসেও ফের ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় শ্রীলঙ্কা। আবারও ত্রাতা সেই ধনঞ্জয়-কামিন্দু জুটি। আরও একবার দুজনে মিলে সেঞ্চুরি করে দলকে পোঁছে দেন জয়ের দোরগোড়ায়। ধনঞ্জয়ের ১০৮ রানে শেষ হয়। তার পরে আট নম্বরে নেমে ১৬৪ রান করেন কামিন্দু। তবে সেঞ্চুরি হাঁকানোর সঙ্গে সঙ্গেই অনন্য নজিরের মালিক হয়ে যান শ্রীলঙ্কার অলরাউন্ডার।

সাত নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি- টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে কোনও ব্যাটার এই কীর্তি গড়তে পারেননি। এই প্রথমবার ম্যাচের দুই ইনিংসে শতরান করেছেন নিচের সারির ব্যাটার। আরও এক নজিরের মালিক হয়েছে ধনঞ্জয়-কামিন্দু জোট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই তৃতীয়বার এমন হল, ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ক্রিকেটার। এর আগে অস্ট্রেলিয়ার গ্রেগ-ইয়ান চ্যাপেল এবং পাকিস্তানের মিসবা-উল-হক ও আজহার আলি- এই দুই জুটি এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিল। কামিন্দুর নজিরগড়া পারফরম্যান্সে ভর করেই প্রথম টেস্ট জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা।

[আরও পড়ুন: জলে গেল রাহুল-পুরানের লড়াই, সঞ্জুর সুপার ইনিংসে জয় রাজস্থানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement