ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া পেসার জস হ্যাজেলউড একদিকে যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনই দুশ্চিন্তাও হচ্ছে। দীর্ঘদেহী অস্ট্রেলিয়া পেসারের স্বস্তির কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ভারতের ০-৩ হার। মজার হল, হ্যাজেলউডের দুশ্চিন্তার কারণও সেটাই! তাঁর মনে হচ্ছে, এই বিপর্যয়ের কারণে ভারত নামক ‘ঘুমন্ত দৈত্য’ পুনরায় জেগে উঠতে পারে!
“এত আনন্দের কিছু হয়নি। মনে রাখবেন, এই বিপর্যয় ভারত নামক ক্রিকেটের ঘুমন্ত দৈত্যকে ফের জাগিয়ে দিতে পারেন,” অস্ট্রেলিয়ার কাগজে দেওয়া এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন হ্যাজেলউড। এখানে বলে রাখা যাক, দেশের মাঠে চব্বিশ বছর পর আবার চুনকাম হয়েছে ভারত। শেষ বার দেশে ভারত টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ১৯৯৯-২০০০ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হোয়াইটওয়াশ হতে হল। যে অধ্যায়কে ভারতীয় টেস্ট ইতিহাসের অন্যতম কলঙ্ক হিসেবে ধরা হচ্ছে।
নিউজিল্যান্ডের কাছে এ হেন চুনকাম হওয়ার ফলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নও প্রায় ধুলিসাৎ হয়ে গিয়েছে। পরিস্থিতি যা, তাতে ভারতকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হয়, তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জিততে হবে। অজি পেসারের কথায়, “অবশ্যই ভারত ৩-০ টেস্ট সিরিজ জিতে আমাদের বিরুদ্ধে খেলতে আসার চেয়ে ভালো পরিস্থিতি এটা। নিউজিল্যান্ডের কাছে ০-৩ হারার ফলে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস ধাক্কা খাবেই। তা ছাড়া ওদের অনেকের অস্ট্রেলিয়ায় খেলার পূর্ব অভিজ্ঞতা থাকলেও, অনেকেরই আবার নেই। তাই অস্ট্রেলিয়া সফরে ওদের জন্য কী অপেক্ষা করে থাকবে, তা নিয়ে ওরা খুব একটা সুনিশ্চিত থাকতে পারবে না।”
নিউজিল্যান্ডের সঙ্গে যতই ক্রিকেটীয় বৈরিতা থাক অস্ট্রেলিয়ার, ভারতে গিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে আসার কারণে ব্ল্যাক ক্যাপসদের অকুণ্ঠ প্রশংসা করেছেন হ্যাজেলউড। “কৃতিত্ব তো দিতেই হবে নিউজিল্যান্ডকে। ওরা অবিশ্বাস্য খেলেছে। টেস্ট সিরিজ ছেড়ে দিন। ভারতে গিয়ে একটা টেস্ট ম্যাচ জিতে আসাও কষ্টসাধ্য ব্যাপার,” বলে দিয়েছেন অস্ট্রেলীয় পেস আক্রমণের অন্যতম ক্ষুরধার অস্ত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.