সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়াকে জেতাতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কাজে লাগিয়েছিলেন যোগিন্দর শর্মাকে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাক লাগিয়েছিলেন তিনি। সেই যোগিন্দরেরই এবার নাম জড়াল হিসারের বাসিন্দার আত্মঘাতী হওয়ার ঘটনায়।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা হরিয়ানা ডিএসপি যোগিন্দরের (Joginder Sharma) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত পয়লা জানুয়ারি সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন হিসারের বাসিন্দা পবন। মৃত্যুর পরের দিনই পুলিশের দ্বারস্থ হন পবনের মা সুনিতা। জানান, আদালতে সম্পত্তির মামলা চলছিল। কিন্তু তারই মধ্যে পবনকে এনিয়ে নানারকম কটূক্তি করা হত। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হত। এই ঘটনায় ছ’জনের নাম উল্লেখ করেন সুনিতা। যাঁদের অন্যতম যোগিন্দর। এছাড়াও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে অজয়বীর, ঈশ্বর প্রেম, রাজেন্দ্র সিহাগের বিরুদ্ধে।
পবনের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। মৃতদেহ আটকে রেখে প্রতিবাদে গর্জে ওঠে পবনের পরিবার। তফসিলি আইনে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব হন তাঁরা। এরপরই আসরে নামে পুলিশ। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোন দিকে তদন্ত এগোয়, তফসিলি আইনে তা দেখেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারা যুক্ত করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
তবে গোটা ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন যোগিন্দর। তিনি সাফ জানিয়েছেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি পবনকে চিনিও না, তাঁর সঙ্গে কখনও সাক্ষাৎও হয়নি।” এবার দেখার, ঘটনার জল কোন দিকে গড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.