সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি। জো রুটের ব্যাটিংয়ের দাপটে লর্ডস টেস্টে ক্রমশ কোণঠাসা হচ্ছে শ্রীলঙ্কা। এই নিয়ে টেস্টে ৩৪টি সেঞ্চুরি হয়ে গেল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। যে ফর্মে তিনি এখন খেলছেন, তাতে অনেকেরই ধারণা শচীনের রেকর্ড ভেঙে ফেলবেন। রুটও কি সেরকমই মনে করেন? সেই বিষয়ে মুখ খুললেন ইংরেজ ব্যাটার।
লর্ডসে প্রথম ইনিংসে ৪২৭ রান করে ইংল্যান্ড। তার মধ্যে ১৪৩ রান ছিল রুটেরই। তাতেই সেঞ্চুরির তালিকায় ইংল্যান্ডের অ্যালিস্টার কুককে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ফের শতরান। এবার তিনি করলেন ১০৩ রান। ২৫১ রান করে ইংল্যান্ড বড় রানের বোঝা চাপিয়ে দিয়েছে শ্রীলঙ্কার উপরে। সেই সঙ্গে রুটের নাম উঠে গেল ইংল্যান্ডের সবচেয়ে বেশি সেঞ্চুরি করা প্লেয়ারের তালিকায়।
কিন্তু তিনি কি শচীনের রেকর্ড ভাঙতে পারবেন? ক্রিকেটের কিংবদন্তির টেস্ট সেঞ্চুরি ৫১টি। রুট শচীনের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও অনেকে মনে করছেন, তাঁর পক্ষে শচীনকে টপকে যাওয়া সম্ভব। তাছাড়া টেস্টে শচীনের রান ১৫৯২১। অন্যদিকে রুট রয়েছেন ১২১৩১ রানে। যদিও রুট বলছেন, “আমি শুধু নিজের খেলাটা খেলে যেতে চাই। যাতে দলের সাফল্যে অবদান রাখতে পারি। নিয়মিত রান করতে চাই। তার পর দেখা যাক, কোথায় গিয়ে দাঁড়াই। কিন্তু সেঞ্চুরি করার চেয়ে ভালো অনুভূতি আর কিছু হয় না। এটা করতেই ভালোবাসি। যদি আমি বলি, ইংল্যান্ডের হয়ে খেলা আমার জীবনের বড় অংশ নয়, তাহলে মিথ্যা কথা বলা হবে।”
তবে রুটের প্রথম লক্ষ্য টেস্ট জেতা। ৩৩ বছর বয়সি ব্যাটার বলছেন, “টেস্টজয়ের চেয়ে ভালো অনুভূতি আর কিছুতে নেই। টিমের জন্য যতটা অবদান রাখা যায়, ততই ভালো। সেটাই আমার মূল লক্ষ্য। আশা করি, সেই মানসিকতা নিয়েই এগিয়ে যেতে পারব।”
1️⃣ Sachin Tendulkar – 15921 runs
⬆️ Joe Root – 12377 runsHalf an eye on Sachin’s record, Joe? 👀
— England Cricket (@englandcricket) August 31, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.