Advertisement
Advertisement
Jay Shah

এবার আইসিসির চেয়ারম্যান পদে জয় শাহ! তুঙ্গে জল্পনা

দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।

Jay Shah To Be Named ICC Chairman
Published by: Subhajit Mandal
  • Posted:August 21, 2024 1:04 pm
  • Updated:August 21, 2024 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আইসিসির চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ! সব ঠিক থাকলে নভেম্বরেই ক্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরে বিসিসিআই (BCCI) সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ (Jay Shah)। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। তবে সূত্রের খবর, এবার ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার সচিবের পদ ছাড়তে পারেন তিনি। যদিও তাঁর লক্ষ্যটা আরও বড়। কারণ বিসিসিআইয়ের পদ ছাড়লে তিনি আইসিসি (ICC) চেয়ারম্যান পদের জন্য লড়তে পারেন।

Advertisement

[আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সরল মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কোথায় হবে মেগা টুর্নামেন্ট?]

আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন নভেম্বর মাসে। সূত্রের খবর, সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। বস্তুত বিসিসিআই সচিব এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। বোর্ড প্রেসিডেন্ট পদে রজার বিনি থাকলেও তাঁর ভূমিকা অস্বীকার করার উপায় নেই। বকলমে বোর্ডের কার্যভার শাহের হাতেই। বিশ্বের অন্যান্য দেশের বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তাঁর। বর্তমান চেয়ারম্যান বার্কলে জানিয়ে দিয়েছেন, তিনি তৃতীয়বার নির্বাচনে লড়তে চান না। সূত্রের খবর, জয় শাহ যে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান, সেটা ইতিমধ্যেই স্পষ্ট।

[আরও পড়ুন: হরিয়ানার বিধানসভা নির্বাচনে লড়বেন ভিনেশ! বোন ববিতার বিরুদ্ধেই প্রার্থী তারকা কুস্তিগির?]

নিয়ম অনুযায়ী আইসিসির নির্বাচনে, ১৬ জন বোর্ড সদস্যের মধ্যে ৯ জনের ভোট পেতে হয় চেয়ারম্যান পদে নির্বাচিত হলে। মনে করা হচ্ছে, জয় শাহ প্রার্থী হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও তাঁকে সমর্থন করবে। সেক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাশালী তিন বোর্ডের সমর্থন পেয়ে যাবেন ভারতীয় বোর্ডের সচিব। সেটা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেতে পারেন। আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ ২৭ আগস্ট। জয় শাহর বিরুদ্ধে কেউ মনোনয়ন দেবেন বলে এখনও খবর নেই। সব ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার কনিষ্ঠতম চেয়ারম্যান হতে পারেন জয়। উল্লেখ্য, বিসিসিআই সচিব পদে জয় শাহের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের অক্টোবরে। তার পর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে তাঁকে। তার আগেই অবশ্য আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারেন শাহ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement