ঈশানের পাশে দাঁড়ালেন সৌরভ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিকে (Ranji Trophy) বাঁচানোর জন্য বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের সঙ্গে যুক্ত না থাকলেও, রনজি ট্রফি খেলেননি ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টিম ইন্ডিয়ার (Team India) দুই ক্রিকেটারের এমন মানসিকতা একেবারেই মেনে নিতে পারেনি বিসিসিআই। আর তাই দুই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ‘দুই অবাধ্য’ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। আর এবার ঈশানের জন্য সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মহারাজের মতে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বোর্ড সভাপতি রজার বিনি (Roger Binny) ও সচিব জয় শাহের (Jay Shah) পদক্ষেপ নেওয়া উচিত। দরকার হলে দুই শীর্ষ কর্তার ঈশানের সঙ্গে আলোচনা করা উচিত।
একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, “আমার মতে বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং জাতীয় নির্বাচকদের ঈশানের সঙ্গে কথা বলা উচিত। ঈশান আগেও রনজি ট্রফি খেলেছে। এছাড়া সাদা বলের ক্রিকেটও খেলেছে। তাহলে ও কি হঠাৎ খারাপ ক্রিকেটার হয়ে গেল? এটা তো হতে পারে না।” অর্থাৎ সৌরভ মুখে না বললেও হয়তো বোঝাতে চেয়েছেন যে ঈশানের দিকটাও ভেবে দেখা উচিত। ওর পক্ষও শোনা উচিত।
রনজি ট্রফি কেন খেলেননি ঈশান? সেটা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন সৌরভ। তবে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট স্পষ্ট জানিয়ে দিলেন যে, “আমাদের সব ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। দিল্লির সব ক্রিকেটার বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছে। ইশান্ত শর্মা গত কয়েক বছর ধরেই ভারতের টেস্ট দলে নেই। তবুও নিজেকে ফিট রাখার জন্য ও রনজি ট্রফি খেলেছে। এর কারণ হল ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতেই হবে।”
রনজি না খেলার শাস্তি হিসাবেই কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয় শ্রেয়স ও ঈশানকে। গত বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সব মিলিয়ে ৩০জন ক্রিকেটারকে রাখা হয়েছে চুক্তিতে। সেখানে একঝাঁক নতুন মুখ থাকলেও জায়গা পাননি দুই তারকা ক্রিকেটার। বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, চুক্তি নিয়ে আলোচনার সময়ে ঈশান ও শ্রেয়সের নাম বিবেচনাই করা হয়নি। বিসিসিআইয়ের সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন কপিল দেব। তবে সৌরভ কিন্তু ঈশানের দিকটাও ভেবে দেখার প্রস্তাব দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.