সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে তাঁরা দেশের হয়ে একসঙ্গে খেলতেন। ক্রিকেট দলের কাপ্তানকে দেশের প্রধানমন্ত্রী হতেও সাহায্য করেছিলেন। তবে সেই কাজের জন্য আজ আফশোস করেন জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রাক্তন পাক ক্রিকেটার এই কথা ফাঁস করেছেন। প্রসঙ্গত, পাক রাজনীতিতে যথেষ্ট বেসামাল অবস্থায় রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার তাঁর পাশ থেকে সরে গেলেন প্রাক্তন সতীর্থ মিয়াঁদাদও।
দুর্নীতি মামলায় মে মাসেই জেল খাটতে হয় ইমরানকে। পরে তিনি মুক্তি পেলেও বিপাকে পড়ে তাঁর দল। একের পর এক শীর্ষ নেতারা পাকিস্তান (Pakistan) তেহরিক-ই-ইনসাফ ছেড়ে দেন। ইমরানের গ্রেপ্তারির প্রতিবাদ করতে গিয়ে অন্তত ১০ হাজার দলীয় সমর্থক গ্রেপ্তারও হন। এমনকি ইমরানের দলকে নিষিদ্ধ করতেও উঠে পড়ে লেগেছে পাকিস্তান সরকার। সব মিলিয়ে পাক রাজনীতিতে একেবারে কোনঠাসা হয়ে পড়েছেন বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক।
এহেন পরিস্থিতিতেই মুখ খুলেছেন জাভেদ মিয়াঁদাদ। বরাবর ইমরানের সমর্থন করতেই দেখা গিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটারকে। তবে এবার অন্য সুর তাঁর গলায়। একটি সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেছেন, পিটিআই প্রধান ইমরান খান যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন, তার জন্য সবরকম সাহায্য করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে একবারের জন্যও তাঁকে ধন্যবাদ জানাননি ইমরান। তারপরেই নিজের কাজের জন্য আক্ষেপ হয়েছে মিয়াঁদাদের।
তবে আক্ষেপ করেও কাপ্তানের প্রশংসাই শোনা গিয়েছে মিয়াঁদাদের মুখে। সাক্ষাৎকারে তিনি বলেন, “যখনই ইমরান জাতীয় দলের হয়ে খেলতেন, সবসময় চেষ্টা করতেন দল যেন খুব খারাপভাবে ম্যাচ না হারে। দলের কোনও সদস্যেরই ইমরানের ক্যাপ্টেন্সি নিয়ে আপত্তি ছিল না।” প্রসঙ্গত, রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও বরাবরই সচেতন থাকেন মিয়াঁদাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.