Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

বুমরাহর অস্ত্রোপচার সফল, মাঠে ফিরতে লাগবে ৬ মাস

ওয়ানডে বিশ্বকাপে দেখা যেতে পারে বুমরাহকে।

Jasprit Bumrah to remain out of action for 6 months after surgery । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 8, 2023 12:53 pm
  • Updated:March 8, 2023 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপচার হল জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah)। অস্ত্রোপচারের পরে তিনি ভাল আছেন। ভারতীয় পেসারের অস্ত্রোপচার করেছেন চিকিৎসক রোয়ান স্কাউটেন। অতীতে স্কাউটেন জেমস প্যাটিনসন, জোফ্রা আর্চারের অস্ত্রোপচারের করেছেন।

গত বছর থেকেই পিঠে ব্যথা অনুভব করছেন বুমরাহ। পরিস্থিতি এমন হয় যে বুমরাহর পক্ষে আর খেলাই সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে নামতে পারেননি বুমরাহ। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রতিযোগিতামূলক কোনও টুর্নামেন্টে নামেননি বুমরাহ। 

Advertisement

 

[আরও পড়ুন: এপ্রিলেই শুরু সুপার কাপ, ঘোষিত সূচি, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?]

চলতি বছরের গোড়ার দিকে বারদুয়েক মাঠে ফেরার চেষ্টা করেছিলেন বুমরাহ। কিন্তু শেষমেশ অস্ত্রোপচার করাই শ্রেয় বলে মনে করা হয়। একটি ক্রিকেট ওয়েবসাইটে লেখা প্রতিবেদনে লেখা হয়েছে অস্ত্রোপচারের পরে মাঠে ফিরতে ২৪ সপ্তাহ সময় লাগবে বুমরাহর। আর এর জন্য তিনি আইপিএল, এশিয়া কাপে নামতে পারবেন না। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না বুমরাহ। তবে অক্টোবর-নভেম্বরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে হয়তো দেখা যেতে পারে বুমরাহকে। বলা ভাল, বিশ্বকাপে নামার জন্যই বুমরাহকে পাঠানো হল অস্ত্রোপচারের টেবিলে। 

[আরও পড়ুন: ক্রিকেট নয়, ব্যান্ডেজ পায়ে অন্য খেলায় মেতে পন্থ! নিজেই পোস্ট করলেন ছবি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement