Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

বিশ্বসেরা ক্রিকেটার বুমরাহ, এবার স্বীকৃতি দিল আইসিসি

বুমরাহ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন।

Jasprit Bumrah named ICC Player of the Month for December
Published by: Subhajit Mandal
  • Posted:January 14, 2025 5:20 pm
  • Updated:January 14, 2025 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টেস্ট ক্রমতালিকায় তিনি বেশ কিছুদিন ধরেই শীর্ষস্থানে। বলা ভালো টেস্ট ক্রিকেটে রাজত্ব করছেন জশপ্রীত বুমরাহ। এবার তাঁকে স্বীকৃতি দিয়ে দিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা বলে দিল, এই মুহূর্তে বিশ্বসেরা ক্রিকেটার বুম-বুমই। আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় পেসার।

ডিসেম্বর মাসে বিশ্বের সেরা ক্রিকেটার হিসাবে মনোনয়ন পেয়েছিলেন বুমরাহ। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসন। দুজনকে হারিয়ে বুমরাহই আইসিসির মাসের সেরা নির্বাচিত হলেন। প্যাট কামিন্স লড়াই দিলেও তিনি পারলেন না। আইসিসি মেনে নিল এই মুহূর্তে বিশ্বসেরা ক্রিকেটার বুমরাহই।

Advertisement

আসলে বর্ডার-গাভাসকর ট্রফিতে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। সিরিজের পাঁচ টেস্টে ৩২ উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রথম টেস্টে অজিদের কার্যত বুমরাহর একার কাছেই হারতে হয়েছে। এই আগুন ফর্মেরই পুরস্কার পেয়েছেন তিনি। পারথে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সেই টেস্টে জয়ও পেয়েছিল ভারত।  শুধু ডিসেম্বর মাসের হিসাব করলে বুমরাহর উইকেট সংখ্যা ২২। গোটা মাসে তাঁর গড় ছিল মাত্র ১৪.২২। যা এককথায় অবিশ্বাস্য। সেই আগুনে ফর্মেরই স্বীকৃতি পেলেন ভারতীয় পেসার।

ডিসেম্বরের মাসের সেরা ক্রিকেটার হওয়ায় শুধু নয়, বুমরাহ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন। তবে আপাতত পিঠের চোটে কাবু ভারতীয় দলের ব্রহ্মাস্ত্র। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি ফিট হতে পারেন কিনা, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ভারতীয় সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement