Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah Shaheen Shah Afridi

Asia Cup 2023: আফ্রিদির উপহারে অভিভূত বুমরাহ, পাক পেসারকে হৃদয় উজাড় করা ভালবাসা জানালেন ভারতের তারকা পেসার

বুমরাহর হাতে পাক পেসার তুলে দিয়েছিলেন সদ্যোজাতর জন্য উপহার।

Jasprit Bumrah is overwhelmed by Shaheen Shah Afridi's gesture । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 11, 2023 3:40 pm
  • Updated:September 11, 2023 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াই মাঠেই থাক। মাঠের বাইরে বন্ধুত্ব। বাইশ গজের লড়াইয়ের বাইরে থেকে যাক মন ভাল করা সম্প্রীতির ছবি।

এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে ভারত-পাক লড়াই বৃষ্টিতে থামতেই জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) দিকে ছুটে যান পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি (Shaheen Shah Afridi)। বুমরাহর হাতে পাক পেসার তুলে দেন সদ্যোজাতর জন্য উপহার।

Advertisement

[আরও পড়ুন: ‘ইচ্ছাকৃত ভাবে শচীনকে আহত করতে চেয়েছিলাম’, শোয়েবের স্বীকারোক্তির ভিডিও ভাইরাল]

ভারতের তারকা পেসার সম্প্রতি বাবা হয়েছেন।ক্রিকেটবিশ্ব থেকে শুভেচ্ছা জানানো হয়েছে বুমরাহকে। শুভেচ্ছা জানানোর তালিকায় এবার নাম লিখিয়েছেন শাহিন আফ্রিদিও। উপহার দিয়েছেন সদ্যোজাতর জন্য। আর সেই উপহার পেয়ে খুশি বুমরাহ। শাহিন আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের তারকা পেসার।

 

বুমরাহ টুইট করেছেন, ”দারুণ অভিব্যক্তি। আমি এবং আমার পরিবার এই ভালবাসায় অভিভূত। সবসময়ে শুভেচ্ছা শাহিন আফ্রিদি তোমাকে।”

 

এর আগে আফ্রিদি টুইট করেন, ”ভালবাসা এবং শান্তি। সদ্যোজাত সন্তানের জন্য জশপ্রীত বুমরাহ তোমাকে এবং তোমার পরিবারকে অভিনন্দন। তোমাদের পরিবারের জন্য প্রার্থনা। আমরা মাঠে লড়াই করি। মাঠের বাইরে আমরা সাধারণ মানুষ।” উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর বুমরাহ এবং সঞ্জনা গণেশন ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন।

[আরও পড়ুন: পাক ম্যাচ ভেস্তে গেলে বিপাকে রোহিতরা! কোন অঙ্কে এশিয়া কাপ ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement