Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

বেড রেস্টের পরামর্শ চিকিৎসকদের? চোট নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুমরাহর

বুমরাহর চোট নিয়ে এখনও কোনও আপডেট দেয়নি বিসিসিআই।  

Jasprit Bumrah delivers major injury update after 'bed rest' report

জশপ্রীত বুমরাহ।

Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2025 12:26 pm
  • Updated:January 16, 2025 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসকরা নাকি তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন! খবর শুনে হেসে লুটোপুটি খোদ জশপ্রীত বুমরাহ। তাঁর চোট নিয়ে যা খবর ছড়াচ্ছে, সেসব বিভ্রান্তিকর। সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে বুমরাহ বুঝিয়ে দিলেন তাঁর চোট ততটাও গুরুতর নয়, যতটা বলা হচ্ছে।

বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রকে উদ্ধৃত করে জানায়, চিকিৎসকরা পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বুমরাহকে। তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুমরাহর পিঠে এখনও ফোলা রয়েছে। বেশি হাঁটাচলা করতেও বারণ করা হয়েছে। ফলে এনসিএ-তেও যেতে পারেননি। বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। সেখানেই ফের ফুলে গিয়েছে। ফলে আদৌ তিনি কবে মাঠে ফিরবেন স্পষ্ট নয়। সেই খবর প্রকাশ্যে আসার পর খানিক চমকপ্রদভাবেই বুমরাহ নিজে সোশাল মিডিয়ায় পোস্ট করেন।

Advertisement

ভারতীয় দলের সেরা পেসার সোশাল মিডিয়ায় লেখেন, ‘আমি জানি ফেক নিউজ দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটা শুনে খুব হেসেছি। সূত্রটি ভরসাযোগ্য নয়।’ সঙ্গে কয়েকটি হাসির ইমোজি দিয়েছেন বুমরাহ। টিম ইন্ডিয়ার পেসারের পোস্টের অর্থ পরিষ্কার। তাঁকে নিয়ে যেসব খবর ছড়াচ্ছে সেগুলি সঠিক নয়। ফেক নিউজ ছড়াচ্ছে। যা হাস্যকর।

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ভারতীয় দলের সহ-অধিনায়কের পিঠে ব্যাথা (ব্যাক স্প্যাজম) হয়েছে। চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা। সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে কমপক্ষে তিন সপ্তাহ রিহ্যাব করে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে। বুমরাহর চোট কতটা গুরুতর সেটা নিয়ে সরকারি ভাবে কোনও আপডেট দেয়নি বিসিসিআই।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement