Advertisement
Advertisement
Jasprit Bumrah

মেলবোর্ন টেস্টের আগেই ইতিহাস বুমরাহর, কোন কীর্তি গড়লেন?

মেলবোর্ন টেস্টে আরও বড় ইতিহাসের সামনে ভারতের ব্রহ্মাস্ত্র।

Jasprit Bumrah achieves India's joint-highest rating ever in ICC rankings
Published by: Subhajit Mandal
  • Posted:December 25, 2024 7:25 pm
  • Updated:December 25, 2024 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টের আগে ইতিহাসের পাতায় ভারতীয় দলের ‘ব্রহ্মাস্ত্র’ জসপ্রীত বুমরাহ। প্রথম ভারতীয় পেসার হিসাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠেছিলেন তিনি। এবার শীর্ষে থেকেই নয়া নজির গড়লেন। ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিনকে।

এই মুহূর্তে টেস্ট ক্রমতালিকায় বুমরাহর রেটিং পয়েন্ট ৯০৪। রবিচন্দ্রন অশ্বিন ছাড়া আর কোনও ভারতীয় বোলার টেস্ট ক্রমতালিকায় এত রেটিং পয়েন্টে পৌঁছতে পারেননি। বর্ডার-গাভাসকর ট্রফিতে আগুনে ফর্মে বুমরাহ। সিরিজের তিন টেস্টে ২১ উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রথম টেস্টে অজিদের কার্যত বুমরাহর একার কাছেই হারতে হয়েছে। এই আগুন ফর্মেরই পুরস্কার পেয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলে মেলবোর্ন টেস্টে অশ্বিনকে টপকে ভারতীয়দের মধ্যে সর্বকালের সেরা রেটিংয়ে পৌঁছে যাওয়ার সুযোগও থাকছে বুমরাহর কাছে। আসলে অশ্বিন ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন। ফলে তাঁর পক্ষে ওই রেটিংয়ে পৌঁছনো সম্ভব নয়। অবসর নিলেও অবশ্য অশ্বিন এখনও আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় তিনি এখনও রয়েছেন ৩ নম্বরে।

বুমরাহ ছাড়া অন্য যে ভারতীয়দের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁদের মধ্যে সবার প্রথমে রয়েছে কে এল রাহুলের নাম। একলাফে ১০ ধাপ উঠে তিনি এখন ৪০ নম্বরে। অন্যান্য ভারতীয় ব্যাটাররা প্রায় সকলেই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন। যশস্বী জয়সওয়াল এক ধাপ নেমে আপাতত রয়েছেন পাঁচ নম্বরে। ঋষভ পন্থ দুধাপ নেমে আপাতত রয়েছেন ১১ নম্বরে। শুভমান গিল রয়েছেন ২০তম স্থানে। বিরাট কোহলি আরও একধাপ নিচে নেমে আপাতত ২১ নম্বরে। আর বিশ্রী ফর্মে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ৩৫ তম স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement