Advertisement
Advertisement

চার বলে চার উইকেট! ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে অনন্য নজির হোল্ডারের

হোল্ডারের দুরন্ত পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ক্যারিবিয়ানরা।

Jason Holder becomes the first West Indies player to take a hat-trick in T20I | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 31, 2022 1:32 pm
  • Updated:January 31, 2022 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট। তাঁর আগে এমন নজির যে নেই কোনও ওয়েস্ট ইন্ডিয়ান (West Indies) বোলারেরই। জেসন হোল্ডার (Jason Holder) নতুন কীর্তি গড়লেন। ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন দীর্ঘ চেহারার এই বোলার। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজও জিতল ক্যারিবিয়ানরা। 

Advertisement

হোল্ডারের জন্মস্থান বারবাডোজের ব্রিজটাউন। সেখানকারই কেনসিংটন ওভালে নতুন ইতিহাস তৈরি করলেন হোল্ডার। তাঁর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার পর পর ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন। 

[আরও পড়ুন:‘এখনও পুরো ঘটনাটা স্বপ্নের মতো’, বলছেন ডার্বি জয়ের নায়ক কিয়ান]

হোল্ডারের দৌরাত্ম্যের জন্যই সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে (England)  ১৭ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে হোল্ডারের বলের জবাব দিতে না পেরে ডাগ আউটে ফিরে গিয়েছেন ক্রিস জর্ডান, স্যাম বিলিংস, আদিল রশিদ ও শাকিব মাহমুদ। সেই  ওভারের প্রথম ডেলিভারিটাই ছিল নো বল। কিন্তু 

পাঁচ ম্যাচের সিরিজের নির্ণায়ক ম্যাচটির আগে ২টো করে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। সিরিজের ফলাফল ছিল ২-২। ব্রিজটাউনে যে জিতবে সিরিজ সেই দলের। এমন অবস্থায় টসে জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৪ উইকেটে ক্যারিবিয়ানরা করে ১৭৯। পোলার্ড করেন সর্বোচ্চ ৪১ রান।

জবাব দিতে নেমে ১ বল বাকি থাকতেই ১৬২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জেমস ভিন্স ৫৫ ও স্যাম বিলিংস ৪১ রান করলেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। হোল্ডার ২.৫ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানে নেন পাঁচ-পাঁচটি উইকেট। আকিল হোসেন ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। হোল্ডারের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। 

 

[আরও পড়ুন: ‘বাইচুং-সুনীলের পর ভারতীয় ফুটবলের পোস্টার বয় হতে চলেছে কিয়ান’, বলছেন জামশিদ নাসিরি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement