Advertisement
Advertisement
James Anderson

ধরমশালায় ইতিহাস অ্যান্ডারসনের, প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক

কুলদীপ যাদবকে আউট করে অনন্য এই নজির গড়লেন অ্যান্ডারসন।

James Anderson achieves 700th Test Wicket

অ্যান্ডারসনের ইতিহাস।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 9, 2024 10:34 am
  • Updated:March 9, 2024 11:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরমশালায় সব আলো শুষে নিলেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। গড়লেন নতুন ইতিহাস। এই ৪১ বয়সেও তিনি তরুণ। এই বয়সে পৌঁছেও তিনি বোল্ড করেন হাল আমলের শুভমান গিলকে। শনিবারের পরে শেন ওয়ার্ন, মুথাইয়া মুরালীধরনের পরেই অ্য়ান্ডারসন।
ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট পেলেন ইংল্যান্ডের তারকা জেমস অ্যান্ডারসন। শনিবার সকালে ধরমশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করে অনন্য এই নজির গড়লেন অ্য়ান্ডারসন। 

[আরও পড়ুন: শেষ হল বুমরাহ-কুলদীপের মরিয়া লড়াই, ৪৭৭ রানে থামল ভারত, ইতিহাস অ্যান্ডারসনের]

Advertisement

৬৯৮ উইকেট নিয়ে ধরমশালায় খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। শুভমান গিলকে ফিরিয়ে দিয়ে ৬৯৯-তম উইকেটটি ঝুলিতে সংগ্রহ করেন।
৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে শ্রীলঙ্কান কিংবদন্তি মুরলীর লেগেছিল ১১৩টি টেস্ট। ওয়ার্ন একই মাইলফলক ছুঁয়েছিলেন ১৪৪-তম ম্যাচে। অ্যান্ডারসনের নিলেন ১৮৭টি ম্যাচ। ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী অবশ্য মুরলীই। তাঁর ঝুলিতে ৮০০ উইকেট। ইংরেজ অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন।  
২০০৩ সালে অভিষেক ঘটে অ্যান্ডারসনের। ধরমশালায় যখন নজির গড়লেন, তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর মা-বাবাও। সবচেয়ে বেশি বয়সে অ্যান্ডারসন সাতশো ক্লাবের সদস্য হলেন। মুরলী ও ওয়ার্ন সাতশো ক্লাবের সদস্য হয়েছিলেন চল্লিশের কম বয়সে। 

[আরও পড়ুন: আইপিএল পছন্দের টুর্নামেন্ট কেন, কারণ জানালেন কোহলি়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement