Advertisement
Advertisement
Udhayanidhi Stalin

আহমেদাবাদে রিজওয়ানদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি! ‘লজ্জার ঘটনা’, বলছেন উদয়নিধি স্ট্যালিন

সমর্থকদের এই আচরণ মেনে নেওয়া যায় না, বলছেন তামিলনাড়ুর বিতর্কিত মন্ত্রী।

Jai Shri Ram' chants at Pakistan player 'unacceptable, new low, says Udhayanidhi Stalin | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 15, 2023 4:56 pm
  • Updated:October 15, 2023 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামে শনিবার বাবর আজমকে টিটকিরি দেওয়া হয়েছিল। আর মহম্মদ রিজওয়ানকে লক্ষ্য করে দেওয়া হয়েছিল জয় শ্রীরাম ধ্বনি। যার স্পষ্ট বিরোধিতা করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তাঁর বক্তব্য, রিজওয়ানদের সঙ্গে যেটা করা হল সেটা নিম্নরুচির পরিচয়। মেনে নেওয়া যায় না।

ভারতে এসে প্রথমে হায়দরাবাদে ছিলেন বাবররা (Babar Azam)। নবাবের শহরের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিল পাক দল। এমনকী হায়দরাবাদ থেকে আহমেদাবাদে যাওয়ার সময়ে মাঝআকাশে বিমানসেবিকারা পাক দলকে এগিয়ে দেন কেক। সেই কেক কাটেন পাক ক্রিকেটাররা। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাল কাটে। টসের সময়ে পাক দলের অধিনায়ক বাবর আজমের উদ্দেশে উড়ে আসে ব্যাঙ্গাত্মক শিস, টীপ্পনী।

[আরও পড়ুন: লজ্জার হারের পর বিরাটের কাছ থেকে জার্সি আদায়! বাবরকে ধুয়ে দিলেন আক্রম, দেখুন ভাইরাল ভিডিও]

সেখানেই শেষ নয়। মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন তখন গ্যালারি থেকে দর্শকরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন। রীতিমতো বিব্রত করার চেষ্টা হয়েছে পাক উইকেটরক্ষককে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও টুইট করেই আহমেদাবাদের সমর্থকদের পালটা আক্রমণ করেছেন।

[আরও পড়ুন: বিরাটের রেকর্ড ভেঙেও বোলারদের প্রশংসায় মজে নির্লিপ্ত রোহিত]

উদয়নিধির বক্তব্য,”ভারত আতিথেয়তা এবং খেলোয়াড়ি মানসিকতার জন্য পরিচিত। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করা হল সেটা মেনে নেওয়া যায় না। এটা নিম্নরুচির পরিচয়। খেলা দুটি দেশকে একত্রিত করে। ভ্রাতৃত্বের বার্তা দেয়। এটাকে ঘৃণা ছড়ানোর মাধ্যম হিসাবে ব্যবহার করবেন না।” উল্লেখ্য, এর আগে সনাতন ধর্ম বিরোধী মন্তব্য করার জন্য শিরোনামে এসেছিলেন উদয়নিধি। তাঁর এই মন্তব্য হয়তো ফের হিন্দুত্ববাদীদের রসদ দেবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement