Advertisement
Advertisement

Breaking News

India vs Australia

কামব্যাকেই জাদু দেখালেন জাদেজা, নজির অশ্বিনের, পৌনে দু’শোতেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান লাবুশেনের।

Jadeja picks up 5 wickets, Australia bundles in 177 run | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 9, 2023 2:49 pm
  • Updated:February 9, 2023 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন চোটের কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল। একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতের ভরাডুবি দেখতে হয়েছিল বাড়িতে বসে।  চোট সারিয়ে ফিরেই তুললেন পাঁচ উইকেট। বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ‘স্যার’ বলে ক্রিকেটদুনিয়া। পরপর দুই বলে উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে নয়া রেকর্ড গড়লেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় বোলার হিসাবে ৪৫০ উইকেটের মালিক হলেন তিনি। বিশ্বের তৃতীয় বোলার হিসাবে এই কীর্তি ছুঁলেন অশ্বিন।

হাঁটুর চোটে পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফিট হয়ে ওঠার মরিয়া চেষ্টা করেছিলেন ভারতীয় অলরাউণ্ডার। তবে চিকিৎসকদের পরামর্শেই দীর্ঘদিন বিশ্রাম নেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস পরীক্ষার জন্য রনজি ট্রফিতে খেলেন। 

Advertisement

[আরও পড়ুন: দুরন্ত ফর্মে থাকা গিলকে বাদ দিয়ে রাহুল-সূর্যরা দলে কেন, প্রশ্নে রোহিতের দলের নির্বাচন]

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেই স্বমহিমায় ফিরলেন জাড্ডু। সেট হয়ে যাওয়া মার্নাস লাবুশেনের দুর্ভেদ্য ডিফেন্স ভেঙে তাঁর উইকেট তুলে নেন। অস্ট্রেলীয় ব্যাটিং অর্ডারের স্তম্ভ স্টিভ স্মিথও জাদেজার শিকার। ম্যাচের হাল ফের ভারতের দিকে ফিরিয়ে আনেন জাড্ডু। 

নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিনও। এদিনের ম্যাচে তিন উইকেট তুলে নিয়ে ৪৫০ টেস্ট উইকেটের মালিক হলেন তিনি। ইনিংসের শুরুতে দুই পেসারের দাপট, তারপর দুই স্পিনারের ভেলকি- ধাক্কা সামলে বেশি রান করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে গেল অজি বাহিনী। সর্বোচ্চ ৪৯ রান করেন লাবুশেন। প্রত্যাবর্তনে ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসের নায়ক জাদেজাই। 

[আরও পড়ুন: ক্রিকেট থেকে দূরে ‘কৃষক’ অবতারে ধোনি, নিজের হাতে চালালেন ট্রাক্টর, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement