Advertisement
Advertisement
IPL MS Dhoni

‘কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি’, ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিলেন ধোনি

ধোনির দলের জন্য দুঃসংবাদ। এক সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোকস।

It's last phase of my career, hints MS Dhoni । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:April 22, 2023 12:46 pm
  • Updated:April 22, 2023 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহিকে আবেগপ্রবণ শোনায়। ধোনির বক্তব্য আরও একবার উসকে দিল মাহি-রূপকথার শেষ পাতায় পৌঁছে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বলে দিলেন, ”কেরিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে গিয়েছি আমি। আর যে ক’দিন খেলবো, উপভোগ করবো। এটাই গুরুত্বপূর্ণ।”

চলতি আইপিএলে ধোনি তাঁর আগের ঝলক দেখাচ্ছেন। ৬টি ছক্কা হাঁকিয়েছেন। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে চটজলদি রান করেছেন। সানরাইজার্সের বিরুদ্ধে মার্করামের যে ক্যাচটি তিনি তালুবন্দি করেছেন, সেটার জন্য সেরা ক্যাচের সম্মান পেতেই পারতেন ধোনি। কিন্তু সেরা ক্যাচের জন্য তাঁকে মনোনীত করা হয়নি। সেই আক্ষেপের কথা জানিয়েছেন বর্ষীয়ান ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে।

Advertisement

[আরও পড়ুন: ‘মন ভাঙা’র পোস্ট দিয়ে পন্থের অনুরাগীদের রোষানলে উর্বশী! তড়িঘড়ি বদলালেন ক্যাপশন]

 

৪১ বছর বয়সি উইকেট কিপার মাহীশ ঠিকসানার বোলিংয়ে মার্করামের ক্যাচটি ধরেছেন। হর্ষ ভোগলের কাছে ধোনি বলেছেন, ”আমি ঠিক পজিশনে ছিলাম না। যেহেতু গ্লাভস পরে থাকি, তাই মানুষজন ভাবে খুব সহজ। আমার মনে হয়েছে এটা দুর্দান্ত ক্যাচ। শুধুমাত্র দক্ষতার দিক দিয়ে নয়, কখনও কখনও উইকেট কিপার ঠিক জায়গায় না দাঁড়িয়েও ক্যাচ ধরে ফেলে। রাহুল দ্রাবিড়ের একটা ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে। এরকমই একটা ক্যাচ ধরেছিল দ্রাবিড়। বয়স যত বাড়তে থাকে অভিজ্ঞতাও বাড়তে থাকে। সবাই শচীন তেণ্ডুলকর নয়, যে ১৬-১৭ বছর বয়স থেকেই খেলা শুরু করেছিল।” হর্ষ ভোগলে রসিকতা করেন, ”তোমার বয়স খুব একটা বেশি নয়।” বর্ষীয়ান ধারাভাষ্যকারকে থামিয়ে দিয়ে ধোনি বলেন, ”ডেফিনিটলি ওল্ড। এটাই সত্যি। এর থেকে পালিয়ে যেতে পারি না।”

এদিকে চোটের জন্য চেন্নাই সুপার কিংসের তারকা বেন স্টোকসকে একসপ্তাহ পাওয়া যাবে না। একথা জানিয়েছেন সিএসকে-র হেডকোচ স্টিফেন ফ্লেমিং। এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছেন স্টোকস। নিলামে তাঁর দর উঠেছিল ১৬.২৫ কোটি। ফ্লেমিং জানিয়েছেন, ৩১ বছর বয়সি বেন স্টোকসের চোট গুরুতর নয়। পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠার জন্য চেষ্টা করছেন ইংল্যান্ডের বাঁ হাতি তারকা।

[আরও পড়ুন: ‘বাড়ির লোক পাগল প্রমাণের চেষ্টা করছে’, অশান্তির জন্য ‘পালিয়ে’ দিল্লিতে! নয়া দাবি মুকুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement