Advertisement
Advertisement
Virat Kohli

বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই বিপত্তি, ব্যাপক ট্রোলের শিকার ইটালির তারকা ফুটবলার

মঙ্গলবার কিং কোহলির ৩৬তম জন্মদিন।

Italy footballer gets trolled after wishing on Virat Kohli birthday
Published by: Anwesha Adhikary
  • Posted:November 5, 2024 7:38 pm
  • Updated:November 5, 2024 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিং কোহলির ৩৬তম জন্মদিন। সেই উপলক্ষে মঙ্গলবার সোশাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্ত। কিন্তু জন্মদিনে তারকা ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে গিয়ে ব্যাপক ট্রোলের শিকার হলেন ইটালির এক মহিলা ফুটবলার। কটাক্ষের মুখে পড়ে তিনিও পালটা দিয়েছেন।

ভারতীয় দল ও কোহলি, দুজনের ফর্মই অবশ্য এই মুহূর্তে আনন্দের পরিস্থিতিতে নেই। কিন্তু তাতে কী? কোহলিকে নিয়ে ভক্তদের মধ্যে আবেগের যে উচ্ছ্বাস, তাতে ভাটা পড়ার লক্ষণ নেই। জন্মদিনের আগেই এক ভক্ত নিজে হাতে হনুমানজির ছবি এঁকে উপহার দিয়েছিলেন বিরাটকে। ক্রিকেটার থেকে আমজনতা- সকলেই কিং কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ইটালির মহিলা ফুটবলার আগাতা ইসাবেলা কেন্তাসোও।

Advertisement

ভারতীয় দলের জার্সি পরে বিরাটের জন্মদিনের শুভেচ্ছা জানান আগাতা। এক্স হ্যান্ডেলে নিজের নীল জার্সি পরা ছবি পোস্ট করে তিনি লেখেন, “বিরাট, ইটালির এক ভক্তের তরফ থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল।” উল্লেখ্য, ইতালির দ্বিতীয় সারির টুর্নামেন্ট সেরি বির একটি ক্লাবে খেলেন আগাতা। এক্স হ্যান্ডেলের বায়োতে লেখা আছে, পেশাদার ফুটবল খেলার পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত আছেন তিনি। ভারত নিয়েও যথেষ্ট উৎসাহ রয়েছে তাঁর।

কিন্তু বিরাটকে শুভেচ্ছা জানানোর পরেই সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখে পড়েন আগাতা। এক নেটিজেনের দাবি, “ক্রিকেট বা কোহলি নিয়ে তো আপনি কিছুই জানেন না। ভারতীয়দের থেকে লাইক পাওয়ার জন্য জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।” তবে ওই নেটিজেনকে পালটা তোপ দেগেছেন ইটালীয় ফুটবলার। সাফ জানান, “আমাকে যখন আপনার এতই খারাপ ধারণা তাহলে ফলো করছেন কেন? আপনার এই নেতিবাচক কথাগুলো অন্যত্র গিয়ে বলুন।” আগাতার কথায়, বিরাট বা ক্রিকেট নিয়ে পোস্ট করলেই বারবার তাঁকে হেনস্তার শিকার হতে হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement