সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বর্তমান হেড কোচ সাকলিন মুস্তাক (Saqlain Mushtaq) ও শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) ব্যাট-বলের দ্বৈরথের কথা সবারই জানা। পাকিস্তানের বর্তমান হেড কোচ সাকলিন তাঁর খেলোয়াড়জীবনে শচীনকে স্লেজিং করার একটি গল্প বলেছেন। সাকলিনের স্লেজিংয়ের জবাবও দেন মাস্টার ব্লাস্টার। কী হয়েছিল দুই দেশের দুই তারকার মধ্যে? একটি পডকাস্টে সাকলিন ঘটনার বিবরণ দিয়েছেন।
প্রাক্তন পাক অফ স্পিনার বলেছেন, ”একবার শচীনের সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল। আমরা কানাডায় গিয়েছিলাম খেলতে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে আমি কানাডায় গিয়েছিলাম। আমার বয়স তখন বেশি নয়। নিজের বোলিং নিয়ে ব্যস্ত ছিলাম। সরলও ছিলাম। কাউন্টি খেলার পরে আমি একটু একটু কথা বলা শিখেছিলাম। শচীন অত্যন্ত বুদ্ধিমান ক্রিকেটার। আমার প্রথম ওভারে শচীন বিশেষ কিছু করতে পারেনি। ওকে স্লেজিংও করেছিলাম। কড়া কিছু কথা বলে ফেলেছিলাম। শচীন আমার কাছে এগিয়ে এসে অত্যন্ত ভদ্রভাবে বলল, সাকি, আমি ভাবতেই পারিনি তুমি এভাবে বলবে। তুমি যে কথাগুলো বললে তা তোমার সঙ্গে যায় না। আমার মনে হয় তুমি অত্যন্ত ভদ্র একজন মানুষ।”
শচীনের কথা সাকলিনকে এমন ভাবে বিদ্ধ করেছিল যে পাকিস্তানের প্রাক্তন অফ স্পিনার পরের কয়েকটি ওভার কেবল মাস্টার ব্লাস্টারের কথা নিয়েই ভেবে চলেন। সাকলিন যখন সম্বিত ফিরে পান তখন বুঝতে পারেন শচীন সেট হয়ে গিয়েছেন।
সেই পুরনো অধ্যায় সম্পর্কে সাকলিন বলে চলেন, ”এটাই ট্যাকটিক্স। কেউ যদি ভদ্রভাবে কথা বলে, তাহলে তা নিয়ে চিন্তাভাবনা বেশি করে মানুষ। আমি নিজের জগতে ছিলাম। শচীনের কথাগুলো নিয়ে ভেবেই চলি। শচীন পরের চার-পাঁচ ওভারে আমাকে কেবল একটা বাউন্ডারি মেরেছিল। যখন ক্রিজ ছেড়ে বেরিয়ে শচীন আমাকে বাউন্ডারি মারল, তখন আমি নিজের গালেই থাপ্পর মেরে বসি। আমি বুঝতে পারলাম শচীন আমার সঙ্গে খেলেছে। আমাকে ফাঁদে ফেলেছে। সেই সময়ে শচীন ক্রিজে রীতিমতো জমে গিয়েছিল। আমার আর কিছুই করার ছিল না। পরে সন্ধেয় শচীনের সঙ্গে আমার হোটেলে দেখা হয়েছিল। আমি শচীনকে বললাম, তুমি খুব চালাক। শচীন হেসে ফেলে। ব্যাটের মাধ্যমে নয়, কথা দিয়ে শচীন কত সহজে আমাকে ফাঁদে ফেলেছিল, এই ঘটনা তারই প্রমাণ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.