Advertisement
Advertisement

Breaking News

ISL 2024-25

গোয়া ম্যাচকে সুপার কাপের প্রস্তুতি ধরছে মহামেডান, কার্ড ও চোট সমস্যায় নেই একাধিক ফুটবলার

ঘরের মাঠে এই এফসি গোয়ার বিরুদ্ধেই দারুণ খেলেছিল মহামেডান।

ISL 2024-25: Mohammedan SC to face FC Goa today
Published by: Subhajit Mandal
  • Posted:March 4, 2025 4:04 pm
  • Updated:March 4, 2025 4:04 pm  

স্টাফ রিপোর্টার: গত ম্যাচে ওড়িশার সঙ্গে ড্র করার পর মঙ্গলবার মহামেডানের সামনে এফসি গোয়া। আর্মন্দো সাদিকুরা এবার লিগের দ্বিতীয় স্থানে দৌড় শেষ করতে চলেছেন। লিগ শিল্ড জয়ের দৌড় থেকে ছিটকে যাওয়ায় গোয়া সামনের বাকি দুই ম্যাচ প্লে অফের প্রস্তুতি হিসাবেই দেখতে চলেছে। উল্টো দিকে মহামেডানেরও যেহেতু আর প্লে অফে যাওয়ার আশা নেই, তারাও বাকি দুই ম্যাচ সুপার কাপের প্রস্তুতি ম্যাচ হিসাবেই দেখছে।

Advertisement

তবে ঘরের মাঠে এই এফসি গোয়ার বিরুদ্ধেই দারুণ খেলেছিল মহামেডান। দ্বিতীয়ার্ধে এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর্মান্দো সাদিকুর গোলে ম্যাচ ড্র করেছিল গোয়ার দলটি। লিগ শুরুর প্রথম দিকে কিছুটা নড়বড়ে থাকলেও, লিগ যত এগিয়েছে ততই যেন নিজেদের গুছিয়ে নিয়েছেন মানালো মার্কেজের ছেলেরা। কিছুদিন আগে পর্যন্ত লিগ শিল্ডের দৌড়ে মোহনবাগানের পরেই ছিল গোয়া। এমন ছন্দে থাকা দলের বিরুদ্ধে মঙ্গলবার খেলাটা যথেষ্টই কঠিন হবে বলে মনে করছেন মহামেডানের সহকারী ভারতীয় কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।

গোয়া উড়ে যাওয়ার আগে মেহরাজ বলছেন, “বাকি ম্যাচগুলো যথেষ্টই সম্মানজনক। জানি জিতলেও পরের রাউন্ডে যেতে পারব না। কিন্তু বাকি দুই ম্যাচ জিততে হবে নিজেদের সম্মানের তাগিদে। সমর্থকদের জন্য। ওদের সঙ্গে প্রথমে যখন খেলেছিলাম তখন পরিস্থিতি অন্যরকম ছিল। এখন অন্যরকম। আমাদের বল পজেশন উন্নতি হয়েছে। আত্মবিশ্বাসও ফিরে এসেছে।” তবে ইর্শাদ, আদিঙ্গার হালকা চোট রয়েছে। কার্ড সমস্যার জন্য কাশিমভও থাকছে না এই ম্যাচে।

আজ আইএসএলে
এফসি গোয়া বনাম মহামেডান গোয়া, সন্ধ্যা ৭.৩০
স্টার স্পোর্টস ও জিও হটস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement