Advertisement
Advertisement

Breaking News

Pahalgam Terror Attack

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’, কাশ্মীর থেকে জানালেন প্রাক্তন ফুটবলার ইসফাক, প্রতিবাদ মেহরাজেরও

পহেলগাঁওয়ের জঙ্গিহানার প্রতিবাদে একজোট ময়দানের তিন প্রধান। প্রতিবাদ সুনীল ছেত্রীরও।

Ishfaq Ahmed and Mehrajuddin Wadoo protested on Pahalgam Terror Attack
Published by: Arpan Das
  • Posted:April 23, 2025 4:45 pm
  • Updated:April 23, 2025 5:02 pm  

প্রসূন বিশ্বাস: পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের ঘটনার প্রতিবাদে সোচ্চার দেশবাসী। ক্ষোভ উগড়ে দিচ্ছেন ক্রীড়াবিদরাও। মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বুধবার সকালে সরকারিভাবে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বর্বরোচিত এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দুই কাশ্মীরবাসী ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াড্ডু এবং ইসফাক আহমেদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট ময়দানের তিন প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান। সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

ময়দানের দুই পরিচিত মুখ মেহরাজ উদ্দিন ও ইসফাক। দুই ফুটবলারই তিন প্রধানে খেলেছেন। ইসফাক এই মুহূর্তে কাশ্মীরেই রয়েছেন। অনূর্ধ্ব-২০ ফুটবলার বাছাইয়ের কাজে ব্যস্ত। সেখান থেকে তিনি সংবাদ প্রতিদিনকে ফোনে জানান, “জম্মু ও কাশ্মীরের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনা। অতীতে জঙ্গিহানার ঘটনা ঘটেছে। কিন্তু নিরীহ মানুষদের উপর এই আক্রমণ মেনে নেওয়া যায় না। আজ কাশ্মীরের ইতিহাসের ‘কালো দিন’। কালকের ঘটনার কথা যতবার মনে আসছে, ততবার চমকে উঠছি। রাতে ঘুমোতে পারছি না।”

Advertisement

ইসফাকের আরও বক্তব্য, “এই জঙ্গি আক্রমণের বিরুদ্ধে কিন্তু পুরো কাশ্মীর একজোট। এখানে আজ দোকানপাট সব বন্ধ। আসলে এই আঘাত অত্যন্ত সুপরিকল্পিত। কাশ্মীরের পর্যটন ব্যবস্থায় আঘাত এনে অর্থনীতিতে পঙ্গু করে দেওয়াই এদের আসল লক্ষ্য। পর্যটন আমাদের জীবন-জীবিকার মেরুদণ্ড। কিন্তু এটাও বলে রাখি, আমরা সকলে এই ঘটনার প্রতিবাদে একত্রিত। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা কাশ্মীর এক হয়ে রয়েছে।”

অন্যদিকে মহামেডানের কোচ মেহরাজ সুপার কাপ খেলতে ওড়িশার পথে পাড়ি দিয়েছেন। সোশাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার লিখেছেন, ‘পহেলগাঁওয়ে কাল যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তা হৃদয় বিদারক। বহু নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। জঘন্য হিংসার ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের জন্য আমাদের সমবেদনা রইল। একটা কথা পরিষ্কার করে বলি, এই অমানবিক ঘটনা ইসলামের শিক্ষার পরিপন্থী। ইসলাম প্রেম, সাম্য ও শান্তির ধর্ম। নিরীহদের উপর হিংসার ঘটনাকে ইসলাম সমর্থক করে না।’ এর সঙ্গে তিনি কোরানের বাণীও উদ্ধৃত করেছেন।

ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘পহেলগাঁওয়ের ঘটনা শুনে আমি মর্মাহত। আমি শব্দে অনুভূতি ব্যাখ্যা করতে পারছি না। এই কাপুরুষোচিত সন্ত্রাসবাদে যাঁরা বলি হয়েছেন, তাঁদের পরিবারের জন্য আমার সমবেদনা রইল।’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট ময়দানের তিন ক্লাবও। মোহনবাগানের তরফ থেকে লেখা হয়েছে, ‘নিহতদের আত্মার শান্তিকামনা করছি। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা রইল। ইস্টবেঙ্গল জানিয়েছে, ‘পহেলগাঁওয়ে সাধারণ নাগরিকদের উপর নৃশংস হত্যাকাণ্ডে আমরা মর্মাহত। মানবতায় হিংসার কোনও স্থান নেই। সকলেই যেন বিচার পায়।’ কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement