মালিঙ্গার সঙ্গে ঈশান কিষান। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরু হতে আর কয়েকদিন বাকি। মেগা ইভেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা ইভেন্টের বল গড়ানোর আগে সোশাল মিডিয়ায় ঈশান কিষানের (Ishan Kishan) একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেই ভিডিওয় দেখা গিয়েছে, ঈশান কিষান মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ লাসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশন নকল করছেন। মালিঙ্গার মতোই চুলের স্টাইল তাঁর। শ্রীলঙ্কার প্রাক্তন পেসার ঠিক যেভাবে বোলিং করতেন, ঠিক সেরকমই নকল করলেন ঈশান কিষান। তাঁর অনুকরণ দেখে হাসতে শুরু করে দেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন পেসারও।
ঈশান কিষানকে নিয়ে সাম্প্রতিককালে দারুণ বিতর্ক তৈরি হয়েছে। মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ান। রাহুল দ্রাবিড় তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নামেননি ঈশান কিষান। তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বহিষ্কার করা হয় তাঁকে।
সেই ঈশান কিষান এবার যোগ দিয়েছেন মুম্বই ক্যাম্পে। ভিডিও দেখে মনে হচ্ছে তিনি দারুণ উপভোগ করছেন। ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।
Malinga banne ka tareeka bohot hai Ishan Bhai #OneFamily #MumbaiIndians @ishankishan51 @malinga_ninety9 pic.twitter.com/3oOk4gjbVR
— Mumbai Indians (@mipaltan) March 15, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.