Advertisement
Advertisement

Breaking News

Sara Shubman

ফাইনালের আগেই গিলকে খুল্লমখুল্লা প্রেম নিবেদন সারার! তিন শব্দেই ভালোবাসা প্রকাশ

'X' হ্যান্ডেলে যেন বোমা ফাটালেন শচীনকন্যা।

Is Sara Tendulkar's posted this for Shubman Gill? read the caption | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 17, 2023 8:12 pm
  • Updated:November 17, 2023 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পারদ চড়তে শুরু করে দিয়েছে। ফাইনালে কার হাতে উঠবে কাপ, তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই  শচীনকন্যা সারা তেণ্ডুলকর ও শুভমান গিলের (Shubman Gill) সম্পর্ক নিয়েও চর্চার  অন্ত নেই। এমন পরিস্থিতিতে মেগাফাইনালের আগে যেন বোমা ফাটালেন সারা। ‘X’ হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করে দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা। 

Sara-Shubman-web

Advertisement

ভেরিফাইড প্রোফাইল থেকেই নিজের ছবি শেয়ার করেছেন সারা (Sara Tendulkar)। সাদা ফ্লোরাল ড্রেসে শচীনকন্যার থেকে যেন চোখ ফেরানো দায়! মুখে স্নিগ্ধ হাসি, আর হাওয়ায় উড়ছে চুল। এমন ছবির ক্যাপশনে সারা লিখলেন, “ও শুধু আমার।”

[আরও পড়ুন: শাহরুখের দাপট! ‘ডাঙ্কি’র জেরেই কি পিছিয়ে গেল ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তি?]

ছোট্ট তিনটি শব্দেই যেন নিজের সমস্ত প্রেম উজার করে দিয়েছেন সারা। আর নেটপাড়ার দাবি, শুভমানকেই প্রেম নিবেদন করেছেন শচীনকন্যা। এমনকী, কমেন্টবক্সে শুভমানের ছবিও পোস্ট করে দেওয়া হয়েছে।

Sara-post

শুভমানের সঙ্গে সারা নাম বহুদিন ধরেই জড়িয়ে রয়েছে। কিন্তু এই সারা শচীনকন্যা না সইফকন্যা অর্থাৎ সারা আলি খান নাকি সারা তেণ্ডুলকর, তা নিয়ে জল্পনার অন্ত নেই। অবশ্য এখন সারা তেণ্ডুলকরের পাল্লাই ভারী। কিছুদিন আগে আম্বানিদের পার্টি থেকে সারা ও শুভমানকে একসঙ্গে বেরোতে দেখা যায়। আবার শুভমানের খেলা চলাকালীন সারার নামে স্লোগানও দেওয়া হয়েছে। ভারতের খেলা থাকলে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে শচীনকন্যাকে। যদিও ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলেন, ”সারা পৃথিবী ভুল সারার পিছনেই পড়ে রয়েছে।” এখন কোন সারাকে শুভমান মন দিয়েছেন, সেটাই দেখার। 

[আরও পড়ুন: নাতনির জন্মদিনে শুভেচ্ছাই জানালেন না অমিতাভ! ঐশ্বর্যর সঙ্গে তিক্ততার জের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement