ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি তবে বড় ব্যবধানে টেস্ট জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে বোনাস পয়েন্ট? তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে। কারণ পয়েন্টের নিয়মে বড়সড় বদল আনতে পারে আইসিসি বলেই খবর। যদিও এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি।
এপ্রিলে আইসিসি তাদের বোর্ড মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা করতে চলেছে। নতুন বোনাস পয়েন্টের নিয়ম নিয়ে আলোকপাত করা হবে সেই বৈঠকে। এমন নিয়ম চালু হলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কলে (২০২৫-২৭) প্রভাব পড়বেই। সেক্ষেত্রে বড় ব্যবধানে টেস্ট জিতলেই অতিরিক্ত ‘সুবিধা’ পাবে বিজয়ী দল। এমনিতে সবচেয়ে কম ব্যবধানে বা ইনিংসে জয়ী দল ১২ পয়েন্ট পায়। টাই হলে ৬ পয়েন্ট। ড্রয়ে মেলে ৪ পয়েন্ট।
সূত্রের খবর, ১০০ রান বা তার চেয়ে বেশি রানের ব্যবধানে জয়ী দলকে বোনাস পয়েন্ট দেওয়ার কথা ভাবছে আইসিসি (ICC)। কোনও দল যদি অন্য টিমকে হোয়াইটওয়াশ করে, তাকেও দেওয়া হতে পারে অতিরিক্ত পয়েন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাক্তন এক ভারতীয় ক্রিকেটার পিটিআইকে বলেন, “এমনটা হলে তো ভালোই। দলগুলি ভালো ফলাফলের জন্য মুখিয়ে থাকবে। আমরা প্রত্যেকেই তো চাই ভালো খেলা দেখতে।”
অ্যাওয়ে সিরিজ জিতলেও নাকি দেওয়া হতে পারে বোনাস পয়েন্ট। এই ব্যাপারে ওই প্রাক্তন ক্রিকেটারের সংযোজন, “গতবছর ভারতে এসে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। কিউয়িদের কাছে এটা ঐতিহাসিক জয়। কারণ দেশের মাটিতে ভারত অপ্রতিরোধ্য। সেই ভারতকেই হারিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু এর জন্য কোনও অতিরিক্ত পয়েন্ট পায়নি তারা। তাই বোনাস পয়েন্ট দেওয়া হলে বিজয়ী টিমের কাছে সেটা দারুণ একটা বিষয় হবে।” উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে এই বছর জুনে। ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কাছে এটা অ্যাওয়ে সিরিজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.