বিরাট-রোহিত। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন বিশ্বজয়ের মুকুট অধরা ভারতের। এবার কি স্বপ্নপূরণ হবে? টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের চওড়া ব্যাটেই ভরসা রাখবে দেশবাসী। কিন্তু দলে তাঁরা থাকলে নাকি টিম ইন্ডিয়া (India Cricket Team) পঙ্গু হয়ে যাবে! এমনটাই মনে করেন প্রাক্তন বিশ্বজয়ী ইরফান পাঠান।
২০০৭-র বিশ্বকাপ ফাইনালের সেরা হয়েছিলেন পাঠান। মাত্র ১৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। সেই স্মৃতি কি ফিরবে? ভারতের বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরুর আগে অনেক সমস্যা দেখতে পাচ্ছেন ইরফান পাঠান। বিশেষ করে রোহিত (Rohit Sharma), বিরাট (Virat Kohli), সূর্যকুমারদের মতো ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
হঠাৎ কেন এরকম মনে হল পাঠানের? তাঁর যুক্তি, “আমাদের ব্যাটারদের মধ্যে রোহিত, বিরাট বা সূর্যকুমাররা বল করতে পারে না। সেটা আমাদের দলকে একদিক দিয়ে পঙ্গু করে দিচ্ছে। যদি ওদের মধ্যে কেউ বল করতে পারত, তাহলে দলের কাজে লাগত। আমরা অস্ট্রেলিয়া নিয়ে কথা বলি ঠিকই, কিন্তু ইংল্যান্ড দলে অন্তত সাতজন সেরা অলরাউন্ডার আছে। মইন আলি, লিয়ান লিভিংস্টোন আর উইল জ্যাকসের মতো প্লেয়ার আছে।”
সেক্ষেত্রে কী করা উচিত ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্কের? পাঠানের মতে শিবম দুবের মতো অলরাউন্ডারকে আরও বেশি খেলানো উচিত। কিন্তু সেখানেও সমস্যা রয়েছে। তিনি উল্লেখ করেছেন যশস্বী জয়সওয়ালের কথা। পাঠান বলেন, “ভারতের কাছে একটা বিকল্প হতে পারে যশস্বীর মতো তরুণ প্লেয়ার। কিন্তু ওকে নেটে বল করতে দেখা যায়, মাঠে বল করে না। শিবম দুবেও নিয়মিত নেটে বল করে। বিশ্বকাপে ওকে দিয়ে দুয়েক ওভার বল করানো যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.