সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমন গিল (Shubman Gill)। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে তাঁর। শুভমনের দুরন্ত ব্যাটিং দেখার পরে স্থির থাকতে পারেননি ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। তিনি মনে করেন, বিরাট কোহলির মতোই ক্রিকেটের সব ফরম্যাটে দক্ষতার সঙ্গে খেলবেন গিল। পাঠান বলেছেন, ”যেভাবে ব্যাটিং করছে শুভমন, তাতে আমি ওর ভক্ত হয়ে উঠেছি। আমি বারংবার বলে আসছি, সব ফরম্যাটে খেলার দক্ষতা রয়েছে শুভমনের। বিরাট কোহলি বহু বছর ধরে সব ফরম্যাটে দাপট দেখিয়ে এসেছে। শুভমনেরও সেরকমই ক্ষমতা রয়েছে।”
নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে হার্দিক পান্ডিয়ার দিকে উড়ে এসেছিল তেতো প্রশ্ন। পৃথ্বী শ থাকতে কেন শুভমন গিলকে ওপেন করানো হবে? সাংবাদিক বৈঠকে এমন প্রশ্ন করা হয়েছিল হার্দিককে। টিম ম্যানেজমেন্ট কিন্তু শুভমনের পাশে থেকেছে। তাঁকেই খেলিয়েছে। আর শুভমনও নিজের নামের প্রতি সুবিচার করেছে। গত বছর থেকেই শুভমন গিলের ব্যাট কথা বলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে গিল ঝড় তুলেছেন। ইরফান পাঠান বলেছেন, ”শুভমন প্রথম সেঞ্চুরি করেছে আগস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ছ’টি সেঞ্চুরি হয়ে গিয়েছে গিলের। সবে শুরু হয়েছে ফেব্রুয়ারি। এই সময়ে বাকিরা চারটি সেঞ্চুরি করেছে।”
শুভমন গিলের হাতে রয়েছে বিভিন্ন ধরনের শট। সেই কারণেই কনিষ্ঠ ফরম্যাটে সাবলীল ভাবে রান তুলতে পারেন শুভমন গিল। পাঠান বলেছেন, ”নিজের খেলায় উন্নতি করছে শুভমন। বিভিন্ন ধরনের শট খেলতে দক্ষ শুভমন। পেসারকেও সোজা গ্যালারিতে ফেলতে পারে। মিনিট হেলিকপ্টার শটও দেখা গিয়েছে শুভমনের ব্যাট থেকে।”
এদিকে শুভমন গিলের বিধ্বংসী ব্যাটিং দেখার পরে কোহলির কোচ রাজকুমার শর্মা বলেছেন, রোহিত শর্মা-বিরাটের কাছাকাছি পৌঁছতে বেশি সময় নেবেন না তেইশের তরুণ। এদিকে শুভমনকে ব্যাটিং করতে দেখে কোহলিও বিরাট-স্তুতি করেছেন। ইনস্টা-স্টোরিতে লিখেছেন ভবিষ্যতের তারকা। শুভমন গিল ভারতীয় ক্রিকেটের নতুন হার্ট থ্রব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.