সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) অঘটন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জস বাটলারদের ৫ রানে হারাল আইরিশরা। মূলত আইরিশ ব্যাটারদের দাপটেই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল ইংল্যান্ড। অপ্রত্যাশিত এই হারের ফলে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। পরের সব ম্যাচ না জিততে পারলে সুপার ১২ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে ইংল্যান্ডকে (England vs Ireland)।
মঙ্গলবার টস জিতে বোলিং নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বাটলারের সেই সিদ্ধান্তকে একেবারে ভুল প্রমাণ করে দেন আইরিশ ব্যাটাররা। তৃতীয় ওভারে তারকা ওপেনার পল স্টার্লিং আউট হয়ে গেলেও দমে যায়নি আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নির হাত ধরে ঘুরে দাঁড়ায় আইরিশরা। ৪৭ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। যোগ্য সঙ্গত তাঁকে করেন ফর্মে থাকা লোরকান টাকার। ৩৪ রান করেন তিনি।
তবে নির্ধারিত কুড়ি ওভার ব্যাট করতে পারেনি আয়ারল্যান্ড। চার বল বাকি থাকতেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৫৭ রান তোলে আইরিশরা। রান তাড়া করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে যায় ইংল্যান্ড। মাত্র দু’ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি আরেক ওপেনার অ্যালেক্স হেলসও।
১৩ ওভারের শেষে মাত্র ৮৬ রান তুলতে পেরেছিল ইংল্যান্ড। তার মধ্যে পাঁচটি উইকেটও হারিয়ে ফেলেছিল তারা। তবে মইন আলির আক্রমণাত্মক ব্যাটিংয়ের উপরে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। কিন্তু তাদের ইনিংসের ১৫ নম্বর ওভারেই বৃষ্টি নামে। তারপরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ-লুইসের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রয়োজনের তুলনায় পাঁচ রান কম ছিল ইংল্যান্ডের। ফলে পাঁচ রানের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। ভারত-পাক ম্যাচের মতো একইরকমের উত্তেজনা থাকে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের খেলাতেও। আন্ডারডগ হয়েও ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপীয় দলের বিরুদ্ধে কখনই কোনও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.