Advertisement
Advertisement

Jasprit Bumrah: চোট সারিয়ে ওঠা বুমরাহের নেতৃত্বে আয়ারল্যান্ড উড়ে গেল টিম ইন্ডিয়া, দেখুন ভাইরাল ছবি

এনসিএ-তে সম্প্রতি কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন জশপ্রীত বুমরাহ।

IRE vs IND: Team India on board to Ireland for three match series। Sangbad Pratidin

সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণা ও রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জশপ্রীট বুমরাহ। ছবি: বিসিসিআই

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 15, 2023 11:10 am
  • Updated:August 15, 2023 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য পিঠের চোট সারিয়ে উঠেছেন। এরইমধ্যে তাঁর কাছে চলে এল বড় অ্যাসাইনমেন্ট। এবার ১৫ আগস্টের সকালে ১০ জনের দল নিয়ে আয়ারল্যান্ড (Ireland) উড়ে গেলেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের দলে ছিলেন যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal), তিলক বর্মা (Tilak Varma), সঞ্জু স্যামসন (Sanju Samson), অর্শদীপ সিং (Arshdeep Singh) ও মুকেশ কুমার (Mukesh Kumar)। এই পাঁচ ক্রিকেটার মিয়ামি থেকে সরাসরি ভারতীয় দলে যোগ দেবেন। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)-শিবম দুবে (Shivam Dube)-রিঙ্কু সিংদের (Rinku Singh) আয়ারল্যান্ড উড়ে যাওয়ার ছবি টুইটারে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)।

দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ও এর আগে এশিয়া কাপে (Asia Cup 2033) ফেরার জন্য পুরো তৈরি বুমরাহ। আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নিয়ে সেই বার্তাই দিয়েছিল বিসিসিআই ও অজিত আগরকারের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। গত কয়েক দিন ধরে নেটে তিনি যে ভাবে বল করছেন তাতে আশা বাড়ছিল। এক টানা বল করছেন তিনি। কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ না খেললেও, সম্প্রতি কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন তারকা জোরে বোলার। আর তাই আগামী কয়েক মাসে একাধিক কঠিন ম্যাচের কথা মাথায় রেখে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্য কুমার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালদের মতো তারকাদের বিশ্রাম দিয়ে বুমরাহের নেতৃত্বে একেবারে তরুণ দল আয়ারল্যান্ড উড়ে গেল।

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ জয়, চেন্নাইয়ের ১৬ কোটির চুক্তি ছাড়তে রাজি ‘বিগ বেন’!]

 

দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, বাংলার মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ। সহ-অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে ১৫ সদস্যের দল। চোট সারিয়ে এই সফরে কামব্যাক করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এমনকি বাকি দুই পেসার হিসেবে অর্শদীপ সিং ও আবেশ খান জায়গা করে

নিয়েছেন। দলে তিন স্পিনার হলেন ওয়াসিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই। দুই উইকেট কিপার সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন শিবম দুবে। অবশ্য ওয়াসিংটন সুন্দর, শাহবাজ আহমেদও অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন। গত আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভালো পারফরম্যান্স করার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ফর্মে ছিলেন তিলক বর্মা।

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ আয়োজিত হবে ২০ ও ২৩ আগস্ট। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাহের বোলিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল, উইকেটের দু’দিক থেকেই বল করছিলেন তিনি। মূলত বাঁ হাতি ব্যাটারকে বল করছেন তিনি। দেখে মনে হচ্ছিল, বল করতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না। চিকিৎসকেরা নজর রাখাছিলেন যে বুমরাহ একটানা কতক্ষণ বল করতে পারছেন। এরপরেই হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে বুমরাহকে আয়ারল্যান্ড সফরের দায়িত্ব দেওয়া হল। এখন তিনি আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচে কেমন বোলিং করেন সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 

একনজরে ১৫ সদস্যের ভারতীয় দল….

জশপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান

[আরও পড়ুন: লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ জয়, চেন্নাইয়ের ১৬ কোটির চুক্তি ছাড়তে রাজি ‘বিগ বেন’!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement