Advertisement
Advertisement

IRE vs IND: ৩২৭ দিন পর বুমরাহের দুরন্ত কামব্যাক, আইরিশদের বিরুদ্ধে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে জিতল ভারত

সবার নজর ছিল জশপ্রীত বুমরাহের দিকে।

IRE vs IND: India beat Ireland by 2 runs in the 1st T20I and win the match DLS method। Sangbad Pratidin

৩২৭ দিন পর মাঠে নেমেই পারফর্ম করলেন 'বুম বুম বুমরা'। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 18, 2023 10:47 pm
  • Updated:August 19, 2023 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির আশঙ্কা আগে থেকেই ছিল। হাওয়া অফিসের দাবি ছিল, বৃষ্টির জন্য পুরো ম্যাচটাই ভেস্তে যাবে। তবে তেমনটা হয়নি। দাপটের সঙ্গে আয়ারল্যান্ডকে (Ireland) আটকে, জয়ের খোঁজে বাইশ গজে নেমেছিলেন দুই ওপেনার যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। যশস্বী ফেরার পরের বলেই আউট হলেন তিলক বর্মা (Tilak Varma)। ফলে ৪৬ রানে ২ উইকেট চলে যায়। তবে এতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেতে অসুবিধা হয়নি। বৃষ্টির জন্য ডাকওয়ার্থ লুইস নিয়মে (DLS Method) ২ রানে ম্যাচ জিতে, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) টিম ইন্ডিয়া (Team India)।  

তখন জোরে বৃষ্টি শুরু হয়নি। পাওয়ার প্লে-তে উঠে গিয়েছিল ৪৬ রান। স্পষ্ট বোঝা যাচ্ছিল প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। রুদ্রমূর্তি ধারণ করে হয়তো দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। তবে বড্ড তাড়াহুড়ো করে ফেললেন যশস্বী। বিপক্ষের জোরে বোলার ক্রেগ ইয়ং-এর শর্ট বলকে হুক করতে গিয়ে ফিরলেন ব্যক্তিগত যশস্বী ২৩ বলে ২৪ রানে ফিরলেন। পরের বলে আবার ঝটকা! সেই আইরিশ বোলার ইয়ং এবার ফেরালেন ক্যারিবিয়ান সফরে আবিষ্কার তিলক বর্মাকে। ভারত তখন ৪৬ রানে ২। ‘গোল্ডেন ডাক’ করে ফিরতেই সবার মনে জেগেছিল প্রশ্ন। ইয়ং আবার হ্যাটট্রিক করে ফেলবেন না তো! তবে তেমনটা হয়নি। বরং বৃষ্টি বাদ সাধে। ৬.৫ ওভারের মাথায় রান যখন ৪৭ রানে ২ উইকেট, তখন খেলা বন্ধ হয়ে যায়। এরপর আবহাওয়ার উন্নতি হয়নি। ফলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের মুখ দেখল ভারত। 

Advertisement

[আরও পড়ুন: নাইট তারকা রিঙ্কুর সঙ্গে আইরিশদের বিরুদ্ধে অভিষেক ঘটালেন প্রসিদ্ধ কৃষ্ণা]

Rain
বৃষ্টির জন্যই ভারতের আর মাঠে নামা হল না। ছবি: টুইটার

২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। সেটাই ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সেটাই ছিল আয়ারল্যান্ডের সবথেকে কম রান। ভারতের বোলিং লাইনআপ সেই রানের আগে বিপক্ষকে অল আউট করে দিতেই পারত। মাত্র ৩১ রানে ৫ উইকেট চলে যেতেই সেই আশা জেগে উঠেছিল। কিন্তু সেটা হল কোথায়! বেরি ম্যাককার্থির ও কার্টিস ক্যাম্ফারের পার্টনারশিপ আয়ারল্যান্ডকে খেলায় রাখল। দুই ব্যাটারের লড়াইয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে থেমে যায় পল স্ট্রিং-এর দল।

 

শুক্রবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বুমরাহ। ৩২৭ দিন পর বাইশ গজের যুদ্ধে কামব্যাক করেছিলেন ভারতের তারকা পেসার। ওপেনার অ্যান্ড্রু ব্যালবার্নির সঙ্গে লোরকান টাকারকে ফিরিয়ে বিপক্ষকে জোড়া ধাক্কা দিয়েছিলেন বুমরাহ। মাত্র ৪ রানে ২ উইকেট হারিয়ে তখন বেশ চাপে আয়ারল্যান্ড। এরপর শুরু হল প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোইয়ের ম্যাজিক। ফলে ৩১ রানেই পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। ৫৯ রানে ৬ উইকেট হারায় বিপক্ষ।

কিন্তু এরপরেই পালটা লড়াই শুরু করেন বেরি ম্যাককার্থি ও কার্টিস ক্যাম্ফার। সপ্তম উইকেটে ৫৭ রান আইরিশদের খেলায় ফিরিয়ে আনে। বেরি ম্যাককার্থি ৩৩ বলে ৩৯ রানে অর্শদীপ সিংয়ের বলে ফিরলেও, সেই পাঞ্জাব পেসারের বিরুদ্ধে শেষ দিকে দ্রুত রান তুলতে থাকেন ও কার্টিস ক্যাম্ফার। তিনি ৩৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। রবি বিষ্ণোই নিলেন ২৩ রানে ২ উইকেট। চোট সারিয়ে মাঠে ফিরেই দুই উইকেট করে গেল বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে। 

বোলাররা শেষ দিকে রান খরচ করলেও, ভারতের কাছে এই জয় ছিল একেবারে জলভাত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে ২ রানে জিতল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। দ্বিতীয় ম্যাচ রবিবার অর্থাৎ ২০ আগস্ট ডাবলিনে আয়োজিত হবে।  

[আরও পড়ুন: কাপ যুদ্ধে রোহিতের ভারতের চার নম্বর ব্যাটার কে? সমস্যা সমাধান করে দিলেন সৌরভ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement