ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল-এর মেগা নিলামে একাধিক পরিবর্তনের পক্ষে ফ্র্যাঞ্চাইজিগুলো। জুলাইয়ের শেষে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে আলোচনায় বসবেন। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।
সূত্রের খবর অনুযায়ী, রিটেন করা ক্রিকেটারের সংখ্যা বেড়ে পাঁচ বা ছয় হতে পারে।আরটিএম কার্ড ফেরানো হবে কিনা ওই বৈঠকেই আলোচনা হবে।
সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেকটি দলকে ৮টি করে রাইট টু ম্যাচ দেওয়ার প্রসঙ্গ উত্থাপ্পন করা হবে সেই মিটিংয়ে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বোর্ডের কাছে ‘পার্স ভ্যালু’ বাড়ানোর আবেদন করবে বলে জানা গিয়েছে। আইপিএলের বর্তমান স্যালারি ক্যাপ ৯০ কোটি। সূত্রের খবর অনুযায়ী, পার্স ভ্যালু বাড়িয়ে ১৩০-১৪০ কোটি করার আবেদন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সূত্রের খবর অনুযায়ী, আইপিএল ২০২৫ ও ২০২৬ মরশুমে ম্যাচের সংখ্যা বাড়বে। ম্যাচের সংখ্যা হবে ৮৪টি। ২০২৭ সালের আইপিএলে ৯৪টি ম্যাচ হবে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির মালিকরা আইপিএল সিইও হেমাং আমিনের কাছে প্রতি পাঁচ বছর অন্তর মেগা নিলামের আবেদন করবে।
একই দিনে তিরন্দাজিতে জোড়া সাফল্য, মেয়েদের পর অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ভারতের ছেলেরাও
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.