৩১ মার্চ থেকে ২১ মের মধ্যে লিগ পর্বের ৭০টি ম্যাচ হবে। ১২টি শহরে হবে ম্যাচগুলো। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, লখনউ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি আইপিএলের ভেন্যু। কিছু ম্যাচ হবে গুয়াহাটি ও ধরমশালায়। ২০১৯ সালে শেষ বার ভারতের বিভিন্ন শহরে ম্যাচ হয়েছিল। পরের বছরের আইপিএল মার্চ-মে উইন্ডো থেকে সেপ্টেম্বর-নভেম্বরের উইন্ডোতে স্থানান্তরিত করা হয়েছিল। কোভিড অতিমারীর জন্য টুর্নামেন্ট চলে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।
২০২২ সালের আইপিএল হয়েছিল মার্চ-মের উইন্ডোতে। কিন্তু লিগ পর্বের খেলা হয়েছিল মুম্বই ও পুণেতে। প্লে অফ ও ফাইনাল হয়েছিল কলকাতা ও আহমেদাবাদে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এবারের প্লে অফ ও ফাইনালের সূচি পরে জানানো হবে।
🚨 NEWS 🚨: BCCI announces schedule for TATA IPL 2023. #TATAIPL
Find All The Details 🔽https://t.co/hxk1gGZd8I
— IndianPremierLeague (@IPL) February 17, 2023
আইপিএলে কেকেআর-এর সূচি-
১ এপ্রিল – পাঞ্জাব কিংস (দুপুর ৩.৩০) মোহালি
৬ এপ্রিল -রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধে ৭.৩০) কলকাতা
৯ এপ্রিল- গুজরাট টাইটান্স (দুপুর ৩.৩০) আহমেদাবাদ
১৪ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধে ৭.৩০) কলকাতা
১৬ এপ্রিল-মুম্বই ইন্ডিয়ান্স (দুপুর ৩.৩০) মুম্বই
২০ এপ্রিল-দিল্লি ক্যাপিটালস (সন্ধে ৭.৩০) দিল্লি
২৩ এপ্রিল-চেন্নাই সুপার কিংস (সন্ধে ৭.৩০) কলকাতা
২৬ এপ্রিল-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধে ৭.৩০) বেঙ্গালুরু
২৯ এপ্রিল-গুজরাট টাইটান্স (দুপুর ৩.৩০) কলকাতা
৪ মে-সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধে ৭.৩০) হায়দরাবাদ
৮ মে পাঞ্জাব কিংস (সন্ধে ৭.৩০) কলকাতা
১১ মে-রাজস্থান রয়্যালস (সন্ধে ৭.৩০) কলকাতা
১৪ মে-চেন্নাই সুপার কিংস (সন্ধে ৭.৩০) চেন্নাই
২০ মে-লখনউ সুপার জায়ান্টস (সন্ধে ৭.৩০) কলকাতা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.