Advertisement
Advertisement
IPL KKR

৩১ মার্চ থেকে শুরু আইপিএল, দেখে নিন কেকেআরের সূচি

ফাইনাল কবে?

IPL will start from 31st March and KKR starts campaign from 1st April । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 17, 2023 6:04 pm
  • Updated:March 14, 2023 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL)। আহমেদাবাদে হবে প্রথম ম্যাচ। মুখোমুখি গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংস (CSK)। হোম অ্যান্ড অ্যাওয়ে, এই ফরম্যাটে আবার ফিরছে আইপিএল। প্রতিটি দলকে সাতটি হোম এবং সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। ২৮ মে ফাইনালও হবে আহমেদাবাদে।
এদিকে মহিলাদের আইপিএলের ফাইনাল হবে ২৬ মার্চ। তার পাঁচ দিন পরেই মাঠে নামছে হার্দিক পান্ডিয়ার গুজরাট।   
কলকাতা নাইট রাইডার্স (KKR) নামছে পরের দিন। ১ এপ্রিল কেকেআরের সামনে পাঞ্জাব কিংস (Punjab Kings)। ওই একই দিনে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। ওই দিনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। 

[আরও পড়ুন: ভারতীয় পেস ও স্পিন দাপটে প্রথম দিনই গুটিয়ে গেল অজিরা, নয়া রেকর্ড অশ্বিন-জাদেজার]

 

৩১ মার্চ থেকে ২১ মের মধ্যে লিগ পর্বের ৭০টি ম্যাচ হবে। ১২টি শহরে হবে ম্যাচগুলো। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, লখনউ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি আইপিএলের ভেন্যু। কিছু ম্যাচ হবে গুয়াহাটি ও ধরমশালায়। ২০১৯ সালে শেষ বার ভারতের বিভিন্ন শহরে ম্যাচ হয়েছিল। পরের বছরের আইপিএল মার্চ-মে উইন্ডো থেকে সেপ্টেম্বর-নভেম্বরের উইন্ডোতে স্থানান্তরিত করা হয়েছিল। কোভিড অতিমারীর জন্য টুর্নামেন্ট চলে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।  

Advertisement

 

২০২২ সালের আইপিএল হয়েছিল মার্চ-মের উইন্ডোতে। কিন্তু লিগ পর্বের খেলা হয়েছিল মুম্বই ও পুণেতে। প্লে অফ ও ফাইনাল হয়েছিল কলকাতা ও আহমেদাবাদে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এবারের প্লে অফ ও ফাইনালের সূচি পরে জানানো হবে। 

 

 

আইপিএলে কেকেআর-এর সূচি-

১ এপ্রিল – পাঞ্জাব কিংস (দুপুর ৩.৩০) মোহালি
৬ এপ্রিল -রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধে ৭.৩০) কলকাতা
৯ এপ্রিল- গুজরাট টাইটান্স (দুপুর ৩.৩০) আহমেদাবাদ
১৪ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধে ৭.৩০) কলকাতা

১৬ এপ্রিল-মুম্বই ইন্ডিয়ান্স (দুপুর ৩.৩০) মুম্বই

২০ এপ্রিল-দিল্লি ক্যাপিটালস (সন্ধে ৭.৩০) দিল্লি 

২৩ এপ্রিল-চেন্নাই সুপার কিংস (সন্ধে ৭.৩০) কলকাতা

২৬ এপ্রিল-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধে ৭.৩০) বেঙ্গালুরু

২৯ এপ্রিল-গুজরাট টাইটান্স (দুপুর ৩.৩০) কলকাতা

৪ মে-সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধে ৭.৩০) হায়দরাবাদ

৮ মে পাঞ্জাব কিংস (সন্ধে ৭.৩০) কলকাতা

১১ মে-রাজস্থান রয়্যালস (সন্ধে ৭.৩০) কলকাতা

১৪ মে-চেন্নাই সুপার কিংস (সন্ধে ৭.৩০) চেন্নাই

২০ মে-লখনউ সুপার জায়ান্টস (সন্ধে ৭.৩০) কলকাতা

[আরও পড়ুন: ইস্তফা চেতন শর্মার, বোর্ডের অন্তর্বর্তীকালীন নির্বাচক প্রধানের পদে এই প্রাক্তন ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement