Advertisement
Advertisement
IPL Terror Threat

আইপিএল চলাকালীন জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ানো হল ক্রিকেটারদের নিরাপত্তা

স্টেডিয়াম এবং টিম হোটেলের নিরাপত্তার জন্য একগুচ্ছ পদক্ষেপ মুম্বই পুলিশের।

IPL Terror Threat: Mumbai Police have been alerted about a terrorist attack during IPL | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 25, 2022 12:36 pm
  • Updated:March 25, 2022 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল চলাকালীন সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা মুম্বইয়ে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা বা মহারাষ্ট্র ATS গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে মুম্বই পুলিশকে। এটিএসের সতর্কবার্তা পাওয়ার পরই আইপিএলের টিম হোটেল এবং স্টেডিয়ামগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)। বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

মহারাষ্ট্র পুলিশের এটিএস সূত্রের খবর, ইতিমধ্যেই জঙ্গিরা সম্ভাব্য টার্গেট হিসাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রেইকি করেছে। ওয়াংখেড়ের পাশাপাশি তাদের টার্গেটে রয়েছে ট্রাইডেন্ট হোটেল এবং যে পথে ক্রিকেটাররা স্টেডিয়ামে যাবেন সেই পথও। জঙ্গিদের লক্ষ্য আইপিএলের (IPL 2022) মধ্যে বড় কোনও নাশকতা চালিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা। পালটা প্রস্তুতিও নিয়েছে মুম্বই পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium), ট্রাইডেন্ট হোটেল এবং মুম্বইয়ের বাকি দুই স্টেডিয়াম। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশিকাও জারি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: খাতায় কলমে শক্তিশালী দল পাঞ্জাব কিংস, কেমন হতে পারে প্রথম একাদশ? শক্তি-দুর্বলতা কী?]

মুম্বই পুলিশের পদক্ষেপ:
আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স।
ক্রিকেটারদের পাশাপাশি আইপিএলের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তাতেও বিশেষ খেয়াল রাখতে হবে।
টিম হোটেলে ঢোকার আগে সব কর্মীর পরিচয়পত্র খতিয়ে দেখা হবে। বাসের চালক এবং অন্যান্য কর্মীদের তল্লাশি চালানো হবে।
হোটেলে কোনও ক্রিকেটার নিজের পরিচিতদের আনতে চাইলে আগে থেকে টিম ম্যানেজমেন্টকে জানাতে হবে।
টিম হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত গাড়ি পার্ক করে রাখা যাবে না।
হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত টিম বাসে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। একটি সাঁজোয়া-গাড়ি টিম বাসের সামনে সামনে যাবে।

[আরও পড়ুন: IPL 2022: চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, নতুন অধিনায়কের নাম ঘোষণা CSK’র]

শনিবার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যাচ দিয়ে এবছরের আইপিএল শুরু হচ্ছে। কোভিড বিধির কথা মাথায় রেখে গোটা টুর্নামেন্ট হবে মুম্বই এবং পুণেতে। এর মধ্যে শুধু ওয়াংখেড়েতেই হবে টুর্নামেন্টের ২০টি ম্যাচ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement