সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2023) শুরু হতে আর হাতেগোনা কয়েকটা দিন। মেগা টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক অংশগ্রহণকারী দলগুলির শক্তি-দুর্বলতা। প্রথমেই নজর গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের শক্তি-দুর্বলতার দিকে। আদৌ কি টুর্নামেন্টে দাগ কাটার মতো শক্তি রয়েছে গুজরাট দলের? চলুন টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেওয়া যাক কেমন হতে পারে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) সম্ভাব্য একাদশ। দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক দলকে।
The calm before the 🌪️
Our Titans are all set to take the field in less than a week’s time 🤩💪#AavaDe #TATAIPL2023 pic.twitter.com/EaCDvdjhFf
— Gujarat Titans (@gujarat_titans) March 25, 2023
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
হার্দিক পাণ্ডিয়া, শুভমন গিল, রশিদ খান, মহম্মদ শামি, কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, নূর আহমেদ, আর সাঁই কিশোর, জয়ন্ত যাদব, বিজয় শংকর, দর্শন নলকন্ডে, যশ দয়াল, আলজারি জোশেফ, প্রদীপ সাঙ্গওয়ান, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, যশ লিটিল, ওডেন স্মিথ, উরভিল প্যাটেল, শিবম মাভি , সাই সুদর্শন, কেএস ভরত
দলের শক্তি:
খাতায় কলমে গুজরাট টাইটান্সের হাতে রয়েছেন একাধিক ম্যাচ-ইউনার। হার্দিক পাণ্ডিয়া, শুভমন গিল (Subhman Gill), রশিদ খান, মহম্মদ শামি, ডেভিড মিলার, লকি ফার্গুসনরা নিজেদের দিনে যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই সঙ্গে কেএস ভরত, শিবম মাভি, বিজয় শংকর, রাহুল তেওয়াটিয়াদের মতো তারকারা আছেন, যারা নিজেদের প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন। গতবারের চ্যাম্পিয়নরা এবার আরও শক্তিশালী। কেন উইলিয়ামসন আসায় ব্যাটিং অর্ডার আরও মজবুত হয়েছে। সেই সঙ্গে ডান হাতি এবং বাঁহাতি ব্যাটারের সংমিশ্রণ হার্দিকের দলকে শক্তিশালী করেছে।
দলের দুর্বলতা:
হার্দিকদের হাতে বিকল্প প্রচুর। এর মধ্যে থেকে প্রথম একাদশ বেছে নেওয়া কষ্টসাধ্য। অনেক সময় দেখা যায় প্রচুর বিকল্প থাকায় গোটা টুর্নামেন্ট চলে যায় শুধু সেরা প্রথম একাদশ বাছতে। তাছাড়া দৃশ্যত বিরাট কোনও দুর্বলতা চোখে পড়ছে না গুজরাট দলে। তবে অধিনায়ক হার্দিকের ব্যাক-আপ সে অর্থে নেই।
নজর কাড়তে পারেন যাঁরা:
শুভমন গিলের জন্য এবারের আইপিএল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জাতীয় দলে নিয়মিত হওয়ার পর প্রথম আইপিএল গিলের। স্বাভাবিকভাবেই আইপিএলে প্রথম সারির তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন তিনি। এছারা নজর থাকবে শিবম মাভি, যশ দয়ালদের মতো তরুণ বোলারদের দিকে।
সম্ভাব্য একাদশ:
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা/কোনা ভরত, অভিনব মনোহর, হার্দিক পাণ্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, আলজারি জোশেফ, রশিদ খান, জশ লিটিল, মহম্মদ শামি, যশ দয়াল/শিবম মাভি
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.