Advertisement
Advertisement
IPL 2025

আইপিএল নিলাম নিয়ে মালিকদের বৈঠকে চাপানউতোর, মেজাজ হারালেন শাহরুখ

টুর্নামেন্টের একাধিক নিয়মে বদল চান মালিকরা।

IPL 2025: Franchise owners reportedly want to remove mega auction

ফাইল চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:August 1, 2024 12:11 am
  • Updated:August 2, 2024 1:31 pm  

আলাপন সাহা: আইপিএল থেকে কি এবার উঠে যাবে মহানিলাম? এই প্রশ্নই বারবার ঘুরেফিরে এল আইপিএলের দলের মালিকদের সভায়। সূত্রের খবর, তিন বছর অন্তর মেগা অকশনের বিরোধিতায় সবচেয়ে বেশি সরব হয়েছে কেকেআর। এছাড়াও প্লেয়ার রিটেনশন এবং রাইট টু ম্যাচ আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

২০২৫ সালে আইপিএলের (IPL 2025) মেগা নিলাম হওয়ার কথা আছে। তার আগে বুধবার মুম্বইয়ে বিসিসিআইয়ের দপ্তরে বৈঠকে বসেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা। সেখানেই অধিকাংশ দলের মালিক দাবি করেন, প্রতি বছর মিনি অকশন থাকাই উচিত। এই মালিকদের মধ্যে অন্যতম শাহরুখ খান। বৈঠকে কেকেআর মালিক জোর গলায় দাবি জানান, মেগা অকশন তুলে দেওয়াই হয়তো উচিত। বিশ্লেষকদের মতে, চলতি বছরেই চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। এখন মেগা অকশন হলে ফের নতুন করে দল গুছিয়ে নিতে সমস্যা হবে ম্যানেজমেন্টের।

Advertisement

[আরও পড়ুন: থামল ক্যানসারের বিরুদ্ধে লড়াই, প্রয়াত অংশুমান গায়কোয়াড়

কেবল মেগা অকশনের বিরোধিতাই নয়, আইপিএল নিলামের আরও বেশ কয়েকটি নিলাম বদলের দাবি তুলেছেন দলের মালিকরা। অকশনের আগে প্রত্যেকটি দলে রিটেন করা ক্রিকেটারদের সংখ্যা বাড়াতে চান অধিকাংশই। এছাড়াও রাইট টু ম্যাচ কার্ড ফেরানো নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। আইপিএলের গত কয়েকটি মরশুমে দেখা গিয়েছে, নিলামে দল পাওয়া বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগে নানা কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন। তাতে দলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছে। বিদেশিদের এহেন আচরণ বন্ধ করতেও বিসিসিআইয়ের (BCCI) কাছে আলাদা নিয়মের দাবি করেছে দলগুলো।

তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে, ২০২৫ মেগা অকশনের নিয়ম সম্ভবত পরিবর্তন করা হবে না। তবে দলগুলোর দাবি মেনে মেগা অকশন তিন বছরের বদলে পাঁচ বছর করার কথা ভাবছে বিসিসিআই। যদিও এখনও নিলামের নিয়মে আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: টিকিট চেকার থেকে অলিম্পিকে ইতিহাস, ধোনির পদাঙ্ক অনুসরণ করেই পদকের সামনে স্বপ্নিল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement