Advertisement
Advertisement
IPL Retention

আইপিএলে ‘ঘরছাড়া’ বহু মহাতারকা, নিলাম টেবিলে উঠতে পারে কোটি টাকার ঝড়!

রিটেন করা হয়নি আইপিএলের তিন অধিনায়ককে।

IPL Retention: Some big names like Rishabh Pant, Shreyas Iyer, KL Rahul released ahead of mega auction
Published by: Arpan Das
  • Posted:October 31, 2024 7:49 pm
  • Updated:October 31, 2024 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। আইপিএল মহা নিলামের আগে ঘোষিত ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন তালিকা। অনেক জটিল অঙ্ক, হিসাবনিকাশের পর যেমন দলগুলো বহু প্লেয়ারকে ধরে রেখেছে, তেমনই ‘ঘরছাড়া’ হয়েছেন বহু মহাতারকা। নিলাম টেবিলে তাঁদের জন্য কোটি-কোটি টাকার ঝড় উঠতে পারে।

রিটেনশন করা হয়নি আইপিএলের তিন অধিনায়ককে। দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, কেকেআরের শ্রেয়স আইয়ার ও লখনউ সুপার জায়ান্টসের কেএল রাহুলকে দেখা যাবে নিলাম টেবিলে। তিনজনই যে দল ছাড়তে চান তা আগেই চর্চায় ছিল। দিল্লির ম্যানেজমেন্ট বদল হওয়ায় পন্থের সঙ্গে দূরত্ব বাড়ে। তিনি চেয়েছিলেন দিল্লির অধিনায়ক থাকতে। সূত্রের খবর, সেই প্রস্তাবে গ্রিন সিগন্যাল না পেয়েই তিনি দল ছাড়েন। অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এসে গত মরশুমে ১৩ ম্যাচে তিনি করেছিলেন ৪৪৬ রান।

Advertisement

অন্যদিকে শ্রেয়স আইয়ার কেকেআরের হয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ১৪ ম্যাচে করেছিলেন ৩৫১ রান। একসময়ে তিনি দিল্লি ক্যাপিটালসে ছিলেন। সেখান থেকে কেকেআরে এসে অধিনায়কও হন। দল চ্যাম্পিয়ন হয়। তবু অধিনায়ক নিজেই নাইট সংসারে থাকতে চাননি বলেই খবর। সেক্ষেত্রে আর্থিক রফাটাও গুরুত্বপূর্ণ বিষয়। দিল্লি টার্গেট করে রেখেছে নিজেদের পুরনো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। শোনা যাচ্ছে, তাঁকে ইতিমধ্যেই দিল্লির কর্তৃপক্ষের তরফ থেকে বিশাল অঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখা হয়েছে।

আবার কেএল রাহুলের সঙ্গে আইপিএলের মাঝেই লখনউয়ের দ্বন্দ্ব বাড়তে থাকে। এলসিজি-র নতুন মেন্টরদের মনে হয়, রাহুলের ব্যাটিং যথেষ্ট কার্যকরী নয়। তবে ১৪ ম্যাচে তিনি করেছিলেন ৫২০ রান। স্ট্রাইক রেট ১৩৬.১৩। এই তিনজনকে নিয়ে নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সমানে-সমানে লড়াই হতে পারে।

এছাড়া কেকেআর রিটেন করেনি ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, মিচেল স্টার্কদের। নাইটদের হাতে আরটিএমও নেই। মুম্বই ইন্ডিয়ান্স রোহিত, সূর্য, হার্দিক, বুমরাহকে ধরে রেখেছে। তবে জায়গা হয়নি ঈশান কিষানের। এছাড়া রাচীন রবীন্দ্র, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, জ্যাক ফ্রেসার ম্যাকগুর্ক, ফিল সল্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, এডেন মার্করাম, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, ডেভিড মিলার, মহম্মদ শামি, অর্শদীপ সিং, স্যাম কুরান, জস বাটলার, যুজবেন্দ্র চাহালরাও আইপিএল নিলামের টেবিলে ঝড় তুলতে পারেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement