সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামের (IPL Auction) আগেই আমূল বদলে গেল দলগুলির চেহারা। আগেরবারের সফলতম দল গুজরাট টাইটান্স থেকে শুরু করে নিচের সারিতে থাকা পাঞ্জাব এবং মুম্বই, সব দলই বহু তারকা ক্রিকেটারকে রিলিজ করে দিল। আসলে মিনি নিলামের আগে সব দলই নিজেদের হাতে নগদ টাকার অঙ্ক বাড়িয়ে নিতে চাইছিল। ব্যতিক্রম শুধু কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত মরশুমে সপ্তম স্থানে শেষ করা নাইটরা এবারে নিলামের আগে দলবদলের বাজারেই সবচেয়ে বেশি টাকা খরচ করল। যার ফলে নিলামে নামার আগে তাদের হাতে পড়ে রইল সবচেয়ে কম অর্থ।
আইপিএলের নিলামের আগেই নিজেদের বহুদিনের তারকা ব্র্যাভোকে ছাঁটল চেন্নাই (Chennai Super Kings)। এছাড়াও ক্রিস জর্ডন, নারায়ণ জগদীশনকে ছেঁটে ফেলেছে ধোনির সিএসকে। এখনও তাঁদের হাতে রয়ে গিয়েছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। গতবারের অন্যতম সফল দল লখনউ সুপারজায়ান্টস এবার জ্যাসন হোল্ডার, এভিন লুইস, মণীশ পাণ্ডে, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপূতদের মতো তারকাদের বাদ দিয়েছে। তাঁদের হাতে রয়ে গিয়েছে আরও ২৩ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) বাদ দিয়েছে গতবারের অধিনায়ক কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, রোমারিও সেফিয়ার্ডের মতো তারকাকে। তাদের হাতে থাকছে সবচেয়ে বেশি ৪২ কোটি ২৫ লক্ষ টাকা।
বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিকাংশ ক্রিকেটারকেই ধরে রেখেছে। ছাঁটাইয়ের তালিকায় শুধু রাদারফোর্ড এবং বেহেরেনডর্ফ। তাঁদের হাতে থাকছে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা। একগুচ্ছ তারকাকে বাদ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সব মিলিয়ে ১৩ জনকে রিলিজ করেছে রোহিতের দল। তালিকায় রয়েছেন পোলার্ড, উনাদকাট, মিলস, ড্যানিয়েল স্যামস। রাজস্থান রয়্যালসের বাদ যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন ডারিল মিচেল, নাথান কুল্টার নাইল এবং জেমস নিশাম। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট থেকে রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসনকে কিনে নিয়েছে কেকেআর। দিল্লি ক্যাপিটালস শার্দূল ঠাকুর ছাড়াও টিম সাইফার্ট, মনদীপ সিংদের ছেড়েছে। গুজরাটের হাতে রয়েছে ১৯.২০ কোটি আর দিল্লির হাতে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা।
এবার আসা যাক কেকেআরে (KKR)। আগামী মরশুমে একেবারে নতুন রূপে দেখা যাবে নাইটদের। কেকেআর এবারে ছেড়েছে ১৬ জন তারকাকে। আবার ট্রেড ইউনডো থেকে কিনেছে ৩ জনকে। সব মিলিয়ে মোটে ৭ কোটি ৫ লক্ষ টাকা আছে নাইটদের হাতে।
কেকেআরের রিলিজ করা তারকাদের তালিকা:
প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমার, অজিঙ্কে রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাশিক সালাম, শেলডন জ্যাকসন।
দলে রইলেন যাঁরা:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমতুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিঙ্কু সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.