রাজর্ষি গঙ্গোপাধ্যায়: চমকের পর চমক। ঠিক যেন সিনেমার মতো। দীপাবলির সন্ধ্যায় অপেক্ষা ছিল কোন প্লেয়ারকে ধরে রাখে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো? অর্থাৎ কাদের রিটেন করা হবে। সকাল থেকেই গুঞ্জন নাইটদের রিটেনশন তালিকায় নাও থাকতে পারেন বহুযুদ্ধের সৈনিক আন্দ্রে রাসেল। কিন্তু শেষ মুহূর্তে একটা ফোন। আর তাতেই খেলা ঘুরে গেল। কেকেআরেই থাকছেন আন্দ্রে রাসেল। আর সেই ফোনের অপর প্রান্তে যিনি ছিলেন, তাঁকে আসমুদ্রহিমাচল চেনে ‘বাজিগর’ নামে। তিনি নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।
সেই সঙ্গে প্রকাশ্যে এল আইপিএল ২০২৫-র জন্য কাদের ধরে রাখছে কেকেআর। সেখানে প্রথম নামটি রিঙ্কু সিংয়ের। তিনি পাচ্ছেন ১৩ কোটি। এর বাইরে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকেও দেওয়া হবে ১২ কোটি। রাসেলও ১২ কোটিই পাবেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার যে নিলাম টেবিলে উঠবেন, সেটা স্পষ্টই ছিল। বরং আনক্যাপড প্লেয়ার হিসেবে নাইটরা ধরে রাখছে দুজনকে। হর্ষিত রানা ও রমনদীপ সিং দুজনেই পাবেন ৪ কোটি টাকা করে। অর্থাৎ, গতবারের চ্যাম্পিয়ন দলের বড়ো অংশকেই ধরে রাখছে শাহরুখের দল।
শুধু কেকেআর এবং রাজস্থান রয়্যালস ৬জন করে প্লেয়ার ধরে রাখছে। এদের মধ্যে নাইটরা যাদের রিটেন করেছে, তাদের অধিকাংশই অলরাউন্ডার। রিঙ্কু সিং যে বল হাতে চমক দেখাতে পারেন, সেটা শ্রীলঙ্কা সফরে প্রমাণ হয়ে গিয়েছে। অন্যদিকে যুব এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করেছিলেন রমনদীপ। ফিল্ডিংয়েও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। হর্ষিত রানা গতবারের অন্যতম আবিষ্কার। ভারতীয় দলে ঢোকার জন্য প্রায় প্রস্তুত। বরুণ চক্রবর্তীর প্রত্যাবর্তন ঘটেছে দেশের জার্সিতে। সব মিলিয়ে গতবারের নিউক্লিয়াসটাই ধরে রাখল নাইট রাইডার্স। তবে তাদের হাতে আরটিএম নেই। ফলে ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ারের মতো ব্যাটারকে নিলাম থেকে তোলার সুযোগ হারাল। অন্যদিকে বহু অর্থ ব্যয় করে কেনা মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে কেকেআর। এখনও নাইটদের হাতে ৫১ কোটি টাকা রয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন:
রিঙ্কু সিং (১৩ কোটি)
সুনীল নারিন (১২ কোটি)
আন্দ্রে রাসেল (১২ কোটি)
বরুণ চক্রবর্তী (১২ কোটি)
হর্ষিত রানা (আনক্যাপড) (৪ কোটি)
রমনদীপ সিং (আনক্যাপড) (৪ কোটি)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.