Advertisement
Advertisement

Breaking News

IPL Retention 2025

প্রথম রিটেনশন নয়, দলীয় স্বার্থে বেতন কমিয়ে গুজরাটে থেকে যাচ্ছেন গিল

কে হচ্ছেন গুজরাট টাইটান্সের এক নম্বর রিটেনশন?

IPL Retention 2025: Shubman Gill to reduce salary to stay in Gujarat Titans

ছবি: সোশাল মিডিয়া

Published by: Subhajit Mandal
  • Posted:October 31, 2024 11:28 am
  • Updated:October 31, 2024 11:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন কমিয়ে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে থেকে যাওয়ার পথে শুভমান গিল। দলের প্রথম নয়, দ্বিতীয় ‘রিটেনশন’ হিসেবে থেকে যেতে চলেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ‌্যে প্লেয়ার ‘রিটেনশন’ তালিকা পেশ করতে হবে সমস্ত ফ্র‌্যাঞ্চাইজিকে। গুজরাট টাইটান্স চাইছে টিমের ‘কোর গ্রুপ’কে ধরে রেখে দিতে। টিমের পয়লা নম্বর ‘রিটেনশন’ হচ্ছেন রশিদ খান। তাঁর জন‌্য ১৮ কোটি টাকা খরচ করছে টাইটান্স। গুজরাট ম্যানেজমেন্ট মনে করছে, রশিদ নিলামে গেলে ১৮ কোটি টাকা বা তাঁর বেশিই দর পেতে পারেন। তাই তাঁকে প্রথম রিটেনশন হিসাবে রেখে দেওয়া জরুরি।

Advertisement

গিলকে ‘রিটেন’ করা হচ্ছে দ্বিতীয় প্লেয়ার হিসেবে। ১৪ কোটি টাকায়। আর তৃতীয় প্লেয়ার হিসেবে, অর্থাৎ ১১ কোটি টাকায় ‘রিটেন’ করা হবে সাই সুদর্শনকে। সঙ্গে দু’জন ‘আনক‌্যাপড’ প্লেয়ারকেও ‘রিটেন’ করছে গুজরাট। প্লেয়ার পিছু চার কোটি টাকায়।রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে। এর পরেও টাইটান্সের হাতে একটা ‘রাইট টু ম‌্যাচ’ কার্ড পড়ে থাকবে। সেটা কার ক্ষেত্রে তারা ব‌্যবহার করে, দেখার। মহম্মদ শামি বা ডেভিড মিলারের মতো তারকার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হতে পারে।

তবে চাঞ্চল‌্যকর হল, গিলের ‘রিটেনশন’। সাধারণত, টিমের অধিনায়ক সবচেয়ে হেভিওয়েট হয়ে থাকেন। সেই অধিনায়কই বেতন কমিয়ে থেকে যেতে চাইছেন, সচরাচর দেখা যায় না। কিন্তু দলীয় স্বার্থে নিজের বেতন কমাতে চাইছেন গিল। তাতে টিমের ‌‘কোর গ্রুপ’কে রেখে দেওয়া
সম্ভব হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement