Advertisement
Advertisement
Shreyas Iyer

আইপিএলে ভালো খেললেও বন্ধ জাতীয় দলের দরজা! ঈশান-শ্রেয়সদের নিয়ে কী ভাবছে বোর্ড?

বোর্ডের চুক্তি কি ফেরত পাবেন ঈশানরা?

IPL may not be enough for Shreyas Iyer, Ishan Kishan to make India comeback | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 3, 2024 12:19 pm
  • Updated:March 3, 2024 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে বেশ ভালোরকমই বিপাকে পড়েছেন ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার। অদূর ভবিষ্যতে সম্ভবত তাঁদের জন্য খুলবে না জাতীয় দলের দরজা। এমনকী আইপিএলে ভালো পারফর্ম করলেও না। বোর্ড সূত্রের তেমনটাই খবর।

রনজি ট্রফিকে (Ranji Trophy) বাঁচানোর জন্য বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই (BCCI)। বিসিসিআই (BCCI) আগেই জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিশেষ করে জাতীয় দলের তিন ফরম্যাটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন না, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে বলবত হবে। কিন্তু বিসিসিআইয়ের সেই নির্দেশ মানেননি শ্রেয়স এবং ঈশান। শ্রেয়স চোটের অজুহাতে রনজি না খেলে যোগ দেন কেকেআর শিবিরে। আর ঈশানও রনজি না খেলে আইপিএলের প্রস্তুতির জন্য খেলেন অফিস লিগে।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়বেন? মুখ খুললেন যুবরাজ সিং]

ভারতীয় দলের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও প্রথম শ্রেণির ক্রিকেট না খেলায় বোর্ডের কুনজরে পড়ে যান ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টিম ইন্ডিয়ার (Team India) দুই ক্রিকেটারের এমন মানসিকতা একেবারেই মেনে নিতে পারেনি বিসিসিআই। দুজনকেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, জাতীয় দলের দরজাও বন্ধ ঈশানদের জন্য।

[আরও পড়ুন: মোদি বারাণসীতেই, ভোট ঘোষণার আগেই ১৯৫ আসনের প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট না খেলায় ঈশানদের আইপিএলের পরও জাতীয় দলের জন্য ভাবা হবে না। অর্থাৎ টি-২০ বিশ্বকাপে তাঁদের দলে ফেরার রাস্তা একপ্রকার বন্ধ। ওই কর্তা বলছেন, “ঈশানদের প্রতিভা নিয়ে বোর্ডের সংশয় নেই। তবে জাতীয় দলে ফিরতে হলে ওদের আগে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে হবে।” ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললে শ্রেয়সরা বোর্ডের চুক্তিও ফেরত পেতে পারেন। তেমনটাই ইঙ্গিত বোর্ডের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement