Advertisement
Advertisement
Eden IPL

তিন বছর পরে ইডেনে ফিরছে আইপিএল, কেকেআর ম্যাচে থাকছে মায়াবী ড্রোন শো

আরসিবির বিরুদ্ধে ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর।

IPL makes return to Eden Gardens after 3 years, spectators to enjoy drone show | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 3, 2023 12:01 pm
  • Updated:April 3, 2023 12:01 pm  

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার বিরাট কোহলি বনাম কেকেআর (KKR) যুদ্ধ দেখতে যদি ইডেনে যান, তা হলে রাতের আকাশের দিকে একটু খেয়াল রাখবেন। কারণ–সে দিন রাতের ইডেন-আকাশে উড়বে শত-শত ড্রোন, যা পরের পর উপহার দেবে মোহিনী সব দৃশ‌্য! যার রূপ-রং-বর্ণ দেখে ধাঁধিয়ে যেতে পারে চোখ।

দিন কয়েক আগে আমেদাবাদে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছিল মায়াবী ড্রোন শো। অরিজিৎ সিংয়ের গান, রশ্মিকা মান্ধানা-তামান্না ভাটিয়ার নাচের সঙ্গে সে দিন ড্রোন শো-র ঔজ্জ্বল‌্য-ছটা দেখেছিল আহমেদাবাদ। সে দিন একসঙ্গে পনেরেশো ড্রোন উড়েছিল সবরমতী পাড়ে। এবার সেই ড্রোন শো থাকতে চলেছে ইডেনে আইপিএলের (IPL) প্রথম ম‌্যাচেও। যা হতে চলেছে ভারতীয় বোর্ড এবং আইপিএল (IPL 2023) গভর্নিং কাউন্সিলের উদ‌্যোগে। যা করছে টাটা আইপিএল কর্তৃপক্ষ। 

Advertisement

[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]

আগামী ৬ এপ্রিল ইডেনে প্রথম আইপিএল ম‌্যাচ। যে ম‌্যাচে সম্মুখসমরে নামবে নীতীশ রানার কেকেআর (Kolkata Knight Riders) এবং ফাফ ডু’প্লেসির রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোর। তবে আরসিবি অধিনায়ক যতই ডু’প্লেসি হন না কেন, বৃহস্পতিবারের আইপিএল যুদ্ধের মুখ‌্য আকর্ষণ যে বিরাট কোহলি, সেটা না বললেও চলে। একে তো তিন বছর পর, কোভিড উত্তর জমানার পর এই প্রথম আইপিএল ফিরতে চলেছে ইডেনে। মাঝে আইপিএল (IPL 16) হয়েছে। কখনও দেশের নির্দিষ্ট কিছু কেন্দ্রে, কখনও আরব আমিরশাহিতে। কিন্তু ইডেন গত তিন বছরে দেখতে পায়নি আইপিএল, শহর উপভোগ করতে পারেনি তার ওম, পায়নি ঘরের টিম কেকেআরের ক্রিকেটীয় উত্তাপের আঁচ নেওয়ার সুযোগ। তার মধ‌্যে এবার প্রথম ম‌্যাচেই আবার বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক আজও ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ ক্রিকেট-বীর। আর আবহের সঙ্গে সামঞ্জস‌্য রাখতে ড্রোন শো-র বন্দোবস্ত করছে বোর্ড। যাতে ইডেন দর্শকের কাছে তিন বছর আইপিএল প্রত‌্যাবর্তন স্মরণীয় হয়ে থাকে।

তবে আহমেদাবাদে আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠানের মতো পনেরেশো ড্রোন নয়, ইডেনে উড়বে ছ’শো ড্রোন। শো হবে তিন মিনিটের। হয় ম‌্যাচের আগে কিংবা দু’ইনিংসের বিরতিতে হবে ড্রোন শো। তবে সেই শোয়ে কোন কোন উপকরণ থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। আগামী এক-দু’দিনে সব চূড়ান্ত হয়ে যাবে। তা হলে? তা হলে আর কী, তৈরি হন, সিটবেল্ট বাঁধুন। সময় যে হয়ে এল। শহর, ইডেনে আইপিএল আসছে! 

[আরও পড়ুন: ৩৬ জনের মৃত্যুতে শিক্ষা, বুলডোজার চালিয়ে মন্দিরের বেআইনি নির্মাণ ভাঙল ইন্দোর প্রশাসন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement