Advertisement
Advertisement

Breaking News

আইপিএল

কমানো হোক কোয়ারেন্টাইনের সময়, বিসিসিআইয়ের কাছে একাধিক দাবি জানাল IPL ফ্র্যাঞ্চাইজিগুলি

আর কী কী দাবি তাদের?

IPL franchises want three-day quarantine in UAE instead of six
Published by: Sulaya Singha
  • Posted:August 5, 2020 2:44 pm
  • Updated:August 5, 2020 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সুষ্ঠভাবে আইপিএল আয়োজনের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP-তে যা যা নিয়মের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু বিষয় পছন্দ হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলির। আর তাই বিসিসিআইকে একাধিক বদেলর প্রস্তাব দিয়েছে আইপিএলের দলগুলি। কী কী দাবি তাদের?

বিসিসিআইয়ের SOP অনুযায়ী, আমিরশাহী পৌঁছে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের ছ’দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি চাইছে দিনের সংখ্যা ছয় থেকে কমিয়ে তিন করা হোক। তাদের কথায়, করোনার জেরে দীর্ঘদিন প্র্যাকটিসের বাইরে ক্রিকেটাররা। তাই আমিরশাহী পৌঁছেই যদি তিনদিনের কোয়ারেন্টাইনের পর ক্রিকেটাররা মাঠে নেমে পড়তে পারেন, তবে আরও বেশি অনুশীলনের সময় পাবেন তাঁরা। কিন্তু বোর্ড চাইছে, আমিরশাহী পৌঁছনোর পর প্রথম, তৃতীয় ও ষষ্ঠদিন ক্রিকেটারদের করোনা টেস্ট হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা অনুশীলনে নামতে পারবেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজির দাবি মানতে গেলে, দুইয়ের বেশি টেস্টের উপায় নেই। তাই এ নিয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসবেন আইপিএল (IPL) গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা।

Advertisement

[আরও পড়ুন: এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি, ফুটবল থেকে অবসর ঘোষণা ক্যাসিয়াসের]

বিসিসিআই চাইছে ২০ আগস্ট UAE পৌঁছাক সমস্ত চল। তবে চেন্নাই-সহ একাধিক দল আরও আগে পৌঁছে যেতে চাইছে সেখানে। তাই ১৫ আগস্টের পরই ফ্র্যাঞ্চাইজিগুলিকে যাওয়ার অনুমতি দেওয়া যায় কি না, সে প্রস্তাবও বৈঠকে রাখছে দলগুলি। পাশাপাশি বোর্ড জানিয়েছে, ক্রিকেটারদের মতো তাঁদের পরিবার এবং দলের মালিকদেরও বায়ো-বাবলের মধ্যে থাকতে হবে। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

এখানেই শেষ নয়, দলগুলির বক্তব্য, টানা ৮০দিন বায়ো-বাবলে সকলে থাকা বেশ কঠিন। তাই নির্দিষ্ট রেস্তরাঁ কিংবা পূর্বনির্ধারিত কোনও স্থানে ক্রিকেটারদের যাওয়ার অনুমতি দিলে ভাল হয়। একইসঙ্গে হোটেলে খাবার ডেলিভারিতেও ছাড় চায় তারা। এক্ষেত্রে কনট্যাক্ট লেস খাবার ডেলিভারির প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিনারের আগে ক্রিকেটারকে যথাযথ নোটিস দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার, আইপিএলের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াল VIVO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement