Advertisement
Advertisement

Breaking News

IPL

রোহিত-হার্দিক-সূর্যদের নিয়ে দ্বন্দ্বে মুম্বই! মেগা নিলামের আগে দলবদলের খেলায় তিন ফ্র্যাঞ্চাইজি

বদল ঘটবে মুম্বইয়ের নেতৃত্বে? সেই নিয়েও চলছে জল্পনা!

IPL franchises set eyes on Mumbai Indians dilemma with Rohit Sharma, Hardik Pandya issue
Published by: Arpan Das
  • Posted:July 21, 2024 1:57 pm
  • Updated:July 21, 2024 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের গত মরশুম একেবারেই ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। পাঁচবারের ট্রফিজয়ী দলের মধ্যে অধিনায়কত্ব নিয়ে ছিল ডামাডোল। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহরাও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন বলে জানা যায়। তাহলে কি নতুন মরশুমে হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স? সেই নিয়ে তুঙ্গে জল্পনা।

আইপিএলের পরই বিশ্বজয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। সেখানে অবশ্য হার্দিককে পুরনো ফর্মে ফিরেছেন। যে ওয়াংখেড়েতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সময় ধিক্কার শুনতে হয়েছিল, সেখানেই ফের নায়কের মর্যাদায় ফিরেছিলেন তিনি। কিন্তু তাতে মুম্বই ইন্ডিয়ান্সের ভিতরের সমস্যা মিটেছে কিনা, সেই প্রশ্নটা রয়েই গিয়েছে। সামনের আইপিএলের আগে মেগা নিলাম। সেখানে মাত্র ৩-৪ জন ক্রিকেটারকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেখানে হার্দিকের ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেই জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ‘সংঘাত’ মেটেনি, আইপিএল নিলামের আগেই বিরাটের আরসিবিতে রাহুল?]

আরসিবি, লখনউয়ের মতো দলগুলো নতুন অধিনায়ক খুঁজছে। তারা নজর রাখছে মুম্বইয়ের পরিস্থিতির দিকে। অন্যদিকে রোহিত কি এমআই-তে থাকতে চাইবেন? গত আইপিএলের বিতর্কিত ভিডিওর পর সেই প্রশ্নও ঘুরছে। হার্দিকের বদলে সূর্যকুমারকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। নির্বাচন মণ্ডলীর আগরকররা হার্দিকের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। জানা যাচ্ছে, সূর্যকে অধিনায়ক করার ক্ষেত্রে সমর্থন ছিল রোহিতেরও।

Advertisement

[আরও পড়ুন: বলি নায়িকাদের সঙ্গে সম্পর্ক না থাকলে ভারতীয় দলে সুযোগ মেলে না! বিস্ফোরণ প্রাক্তন তারকার]

ফলে আগামী মরশুমে সূর্যকে মুম্বইয়ের নেতৃত্বের দায়িত্বে দেখা যাবে কিনা, সেই প্রশ্নও ঘুরছে। আবার নেতৃত্বের দৌড়ে রয়েছেন জশপ্রীত বুমরাহও। তাঁদের ধরে রাখতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে মুম্বইকে। সেটা হলে কি হার্দিককে ফের দলবদল করতে হবে? সেই সম্ভাবনার দিকে নজর রাখছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। যদিও আইপিএল কর্তৃপক্ষ এখনও জানায়নি কজন ক্রিকেটারকে দলে ধরে রাখা যাবে। কিন্তু সেই তথ্য আসার আগেই জল্পনা শুরু হয়েছে মুম্বইয়ের তারকাদের নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ