সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) নতুন মরশুমের আগে টিম ম্যানেজমেন্ট পুরোপুরি বদলে ফেলতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি (Virat Kohli) আগেই অধিনায়ক পদ ছেড়েছেন। এবার কোচও বদলে ফেলল আরসিবি। আগামী মরশুমে মাইক হেসনের পরিবর্তে আরসিবির কোচ হচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ব্যাটিং পরামর্শদাতা সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। মঙ্গলবার কোহলির দল সরকারিভাবে বাঙ্গারকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে।
🔊 ANNOUNCEMENT 🔊
Sanjay Bangar, former interim head coach of #TeamIndia and batting consultant for RCB, is all set to #PlayBold as the new head coach of RCB for the next two years.
Congratulations, Coach Sanjay! We wish you all the success.#WeAreChallengers #IPL2022 pic.twitter.com/AoYaKIrp5T
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 9, 2021
আগামী মরশুমেই আইপিএলে মেগা নিলাম হতে চলেছে। যার অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে সুযোগ থাকছে পুরোপুরি নতুন করে দল গঠন করার। আরসিবি (RCB) ম্যানেজমেন্ট এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী কয়েক বছরের জন্য পুরোপুরি নতুন করে দল গঠন করতে হবে। যাতে গত ১৪ বছরের ব্যর্থতা ভুলে প্রথমবারের মতো সাফল্যের স্বাদ পাওয়া যায়। সম্ভবত সেকারণেই অধিনায়ক কোহলির পর কোচ মাইক হেসনকেও সরিয়ে দিল বেঙ্গালুরুর দলটি। যদিও কোহলি এবং হেসন দু’জনই দলের সঙ্গে যুক্ত থাকবেন। কোহলি সাধারণ ব্যাটসম্যান হিসাবে খেলবেন। আর মাইক হেসন থাকবেন ডিরেক্টর অফ স্পোর্টস হিসাবে।
সঞ্জয় বাঙ্গার ২০২১ আইপিএলেও আরসিবির সঙ্গে তাঁদের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। এর আগে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গেও যুক্ত ছিলেন বাঙ্গার। তার আগে তিনি যুক্ত ছিলেন ভারতীয় দলের সঙ্গেও। বাঙ্গারের এই অভিজ্ঞতার সম্ভার দলের কাজে লাগবে বলে মনে করছে আরসিবি। কোচের দায়িত্ব নিয়ে বাঙ্গারও জানিয়ে দিয়েছেন, নতুন বছরের নিলামের রণকৌশল তিনি সাজিয়ে ফেলেছেন। এবং তিনি আশাবাদী যে তাঁর অধীনে আরসিবির ট্রফির খরা কাটবে।
গত ১৪ বছরে একাধিকবার কোচ এবং টিমের ‘ডিএনএ’ পুরোপুরি বদলে ফেলেছে আরসিবি। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। এর মধ্যে সাম্প্রতিককালের সবচেয়ে সফল কোচ ছিলেন সাইমন কাটিচ। তাঁর আমলে ২০২০ সালের প্লে-অফে খেলে আরসিবি। গত মরশুমেও প্রথম পর্বে তিনিই কোচ ছিলেন। দল ভাল ফর্মেও ছিল। কিন্তু গত মরশুমের মাঝপথে কাটিচ আচমকায় আরসিবির দায়িত্ব ছাড়েন। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় হেসনকে। এই মরশুমে বাঙ্গারকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.