Advertisement
Advertisement

Breaking News

আইপিএল

১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ১০ লক্ষ টাকা! মহামারীতেও IPL সম্প্রচারে মোটা টাকা হাঁকবে স্টার

কেন করোনা আবহেও ছাড় দেবে না চ্যানেল?

IPL broadcaster Star Sports set to capitalise on 'record viewership'
Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2020 3:40 pm
  • Updated:August 14, 2020 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর দাপটে বিধ্বস্ত গোটা বিশ্ব। আর্থিক দিক থেকে জোর ধাক্কা খেয়েছে বিভিন্ন দেশ। কিন্তু এমন পরিস্থিতিতেও বিজ্ঞাপন সম্প্রচারের জন্য বিন্দুমাত্র খরচ কমাবে না স্টার স্পোর্টস। হ্যাঁ, আইপিএলের (IPL) সময় মোটা অঙ্কের লাভ করতে আগের বারের মতোই বিজ্ঞাপনদাতাদের বিপুল অর্থ গুনতে হবে।

আন্দাজ করতে পারেন ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন সম্প্রচারের জন্য কত টাকা নিয়ে পারে স্টার স্পোর্টস? আট থেকে ১০ লক্ষ টাকা! করোনা আবহেও কোনও হেলদোল নেই তাদের। লাভের অঙ্কে ভাটা পড়তে দেবে না তারা। এক-একটি বিজ্ঞাপনের জন্য ঠিক কত অর্থ দিতে হবে, শোনা যাচ্ছে, শীঘ্রই সেই অঙ্ক বেঁধে দেবে আইপিএল সম্প্রচারকারী চ্যানেল।

Advertisement

[আরও পড়ুন: অবিকল যেন ধোনি! ৭ বছরের বাচ্চা মেয়ের ‘হেলিকপ্টার শট’ দেখে অবাক নেটিজেনরা]

হাজার প্রতিকূলতা কাটিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) বসতে চলেছে আইপিএলের আসর। প্রথমদিকে দর্শকশূন্য মাঠেই ম্যাচ হবে। পরবর্তীতে দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হতেও পারে। কিন্তু ভারভবাসীকে চলতি বছর টিভির পর্দায় চোখ রেখেই ধোনি-রোহিত-কোহলিদের পারফরম্যান্স উপভোগ করতে হবে। আর তাই এবছর আইপিএলের ভিউয়ারশিপ আকাশছোঁয়া হবে বলেই আশাবাদী স্টার। টুর্নামেন্টের গত মরশুমে বিজ্ঞাপন থেকে চ্যানেলের রেভিনিউ ছিল ৩ হাজার কোটি টাকা। চ্যানেলের আশা, এবার ভিউয়ারশিপ বেশি হবে বলে আইপিএল সম্প্রচারের মাধ্যমে আরও বেশি অর্থ তাদের ঘরে ঢুকবে।

এবার ৫৩দিন ধরে চলবে আইপিএল। যার ফাইনাল অনুষ্ঠিত হবে দিপাবলীর সপ্তাহে। মহামারীর মধ্যে উৎসবে ভাটা পড়তে পারে। তাই ভারতের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে টিভির দিকেই। আইপিএলের শেষ সপ্তাহে রেকর্ড অঙ্কের ব্যবসার অপেক্ষায় চ্যানেল। যদিও সে সময় বিগ বস-সহ একাধিক জনপ্রিয় রিয়ালিটি শোয়ের সঙ্গেও টেক্কা দিতে হবে তাদের। তবে বিজ্ঞাপন সম্প্রচারের দাম কমানোর জন্য শুধুই স্টারকে কাঠগড়ায় তোলা যাবে না। কারণ টুর্নামেন্ট সম্প্রচারের জন্য স্টারের কাছ থেকে বিসিসিআই (BCCI) নাকি ৩ হাজার ২৭০ কোটি টাকা চাইছে। স্টারের যুক্তি, এই কারণেই তারা বিজ্ঞাপনদাতাদের ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

[আরও পড়ুন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ বার্সা-বায়ার্ন মহারণ, ছিটকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement