Advertisement
Advertisement
IPL Auction

জল্পনার অবসান, সৌদির দ্বিতীয় বৃহত্তম শহরে আইপিএলের মেগা অকশন

চলতি মাসের শেষে দুদিন ধরে চলবে মহানিলাম।

IPL Auction will be held in Jeddah on 24th November

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 5, 2024 8:27 pm
  • Updated:November 5, 2024 8:54 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দীর্ঘ টালবাহানার অবসান। শেষ পর্যন্ত সৌদি আরবেই বসতে চলেছে আইপিএলের মেগা অকশনের আসর। চলতি মাসের শেষে দুদিন ধরে চলবে মহানিলাম। তবে রাজধানী রিয়াধ নয়, সৌদির জেড্ডায় হবে আইপিএলের মেগা অকশন। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট চলাকালীনই দল বেছে নেবেন ১০ দলের মালিকরা। 

আইপিএলের রিটেনশন পর্ব শেষ। তার পরেই মেগা অকশনের দামামা বেজে গেল। চলতি মাসেই শুরু হয়ে যাবে আগামী আইপিএলের প্রস্তুতি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মহা নিলাম। মরুদেশের বিখ্যাত আবাদি আল জোহার এরিনায় নিলাম হবে বলে জানা গিয়েছে। ওই এরিনা থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে হোটেল শাংরি-লাতে থাকবেন নিলামে অংশগ্রহণকারীরা।

Advertisement

ঘটনাচক্রে ওই সময়ে বর্ডার গাভাসকর ট্রফি চলবে। ২২ নভেম্বর থেকে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর। অর্থাৎ প্রথম টেস্ট চলাকালীনই ঠিক হয়ে যাবে রিটেন করা ক্রিকেটাররা ছাড়া কে কোন দলের হয়ে খেলবেন। কিন্তু টেস্ট এবং নিলাম দুটোরই সম্প্রচার করবে একই চ্যানেল। তার জন্য বোর্ডের তরফে চেষ্টা চলছে এমন সময়ে নিলাম শুরু করার, যাতে দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরে নিলাম হতে পারে। যেহেতু অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের সময়ের ব্যবধান অনেকটাই, তাই সমস্যা হবে না বলেই আশাবাদী বোর্ড।

গত বছর আইপিএলের নিলামের আসর বসেছিল দুবাইয়ে। তবে সেটা ছিল মিনি অকশন। এবারের আয়োজন আরও বড় কলেবরে। বহু তারকার ভাগ্য নির্ধারণ হবে মহানিলামে। সেই তালিকায় আছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতো তারকারা। আগামী মরশুমে কোন দলের জার্সি উঠবে তাঁদের গায়ে, উত্তর মিলবে চলতি মাসের শেষেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement